Belur News: বেলুড়ের জগন্নাথ ঘাটে চিকিৎসকের দেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু
Howrah News: পুলিশ সূত্রে খবর, মৃত সৌরভ সাহা রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এমডি করছিলেন।
ভাস্কর ঘোষ, হাওড়া: বেলুড়ের (Belur News) জগন্নাথ ঘাটে চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। খোঁজ মিলছে না তাঁর বন্ধুর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’ জোড়া চটি, দু’ জোড়া জামা। দুর্ঘটনা, না কি মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ (Belur Police)।
বেলুড়ের জগন্নাথ ঘাটে চিকিৎসকের দেহ উদ্ধার
শনিবার ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বন্ধু। তার পর থেকেই নিখোঁজ। পরে খোঁজ মিলল একজনের, তবে জীবিত নয়, মৃত। এখনও পর্যন্ত খোঁজ নেই অপর বন্ধুর। আরগঙ্গা থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের এই ঘটনা ঘিরে দানা বেঁধেছে রহস্য (Doctor Dead)।
পুলিশ সূত্রে খবর, মৃত সৌরভ সাহা রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এমডি করছিলেন। আর এক নিখোঁজ রোশন কুমার বেলুড়েরই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে স্কুটারে চড়ে বাড়ি থেকে বেরোন সৌরভ এবং রোশন। এর পর গঙ্গার ঘাটে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’ জোড়া চটি ও দু’ জোড়া জামা, যা দেখে পুলিশের অনুমান, দু’জনে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছেন। কিন্তু এক বন্ধুর মৃতদেহ উদ্ধার হলেও আর এক বন্ধু কোথায়? দুর্ঘটনা, না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছে বেলুড় থানা।
অন্য দিকে, মধ্যমগ্রামে মহিলার গলা কাটা দেহ উদ্ধার। বেশ কিছু দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার পচাগলা দেহ। পরিত্যক্ত ইট ভাটা থেকে উদ্ধার হয় দেহ। খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার মৃতার প্রেমিক।
এ দিকে, শিশু পর্ন চক্রর পর্দাফাঁস করতে দেশজুড়ে ৫৬টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। তল্লাশি চালানো হয় পূর্ব বর্ধমানের নাদনঘাটে এক কলেজ ছাত্রের বাড়িতেও। সিবিআই সূত্রে খবর, সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, ল্যাপটপের হার্ড ডিস্ক ও কিছু নথিপত্র।
খয়রাশোলে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
বীরভূমের খয়রাশোলে আবার তৃতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যুতে প্রশ্ন। স্কুলে ভূতের ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু। এমনই দাবি করেছে পরিবার! সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, শিশুটি মৃগীতে আক্রান্ত ছিল। ভূতের ভয় কুসংস্কার ছাড়া কিছুই নয়, মত জেলা বিজ্ঞান মঞ্চের।