Howrah: বৃদ্ধার গলার নলি কেটে খুন, পাতকুয়া থেকে দেহ উদ্ধার
মঙ্গলবার সকালে ডোমজুড়ে খাটোরা গ্রামে বাগানের পাতকুয়ো থেকে দেহ উদ্ধার করে পুলিশ।
সুনীত হালদার, হাওড়া: বাগানের সুপারি চুরি দেখে ফেলায় এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন। মৃতের নাম গীতারানী সাউ (৬৬)। মঙ্গলবার সকালে ডোমজুড়ে খাটোরা গ্রামে বাগানের পাতকুয়ো থেকে দেহ উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
ডোমজুড় থানা সূত্রে খবর, গত কাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধা। সে প্রতিদিনকার মত গতকাল দুপুরে গরুর জন্য বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। তারপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা আশপাশ এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও তাঁর কোনো খোঁজ পায়নি। আজ সকালে বাগানের কুয়োতে তাঁর নলি কাটা দেহ দেখতে পায় বাড়ির লোকেরা।
জানা যায় কুয়োর মুখ নারকেল পাতা দিয়ে ঢাকা ছিল। যা দেখে সন্দেহ হয় পরিবারের। মৃতার পরিবারের লোকের অভিযোগ সুপারি চুরি করার সময় দুষ্কৃতীদের চিনে ফেলার কারণে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। ডোমজুড় থানা পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে।
কয়েকদিন আগেই গলার নলি কেটে খুনের ঘটনা ঘটেছিল বেহালার পর্ণশ্রীতে। মা-ছেলেকে নৃশংসভাবে খুন করার ঘটনায় গ্রেফতার হয়েছে নিহত মহিলার দুই ভাই। জানা যায়, খুনের পর আততায়ী ওই বাড়ির বাথরুমেই স্নান করেন। তথ্যপ্রমাণ লোপাটের জন্য স্নান করেন আততায়ী। জলের পাইপের থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। তদন্তকারীরা জানিয়েছিলেন, "মাকে খুন করার সময় অন্য ঘরে অনলাইনে ক্লাস করছিল ছেলে। মা ও ছেলের গলা কাটা, রয়েছে একাধিক আঘাতের চিহ্নও। অপেশাদার কেউ খুন করেছে মা ও ছেলেকে।"
হালায় মা-ছেলের খুনের ঘটনায় ধৃতদের কঠোর শাস্তি চাইছে পরিবার। টাকার জন্য আত্মীয়দের হাতে খুন হয়েছেন মা ও ছেলে, এখনও তা বিশ্বাসই করতে পারছেন না মৃত সুস্মিতা মণ্ডলের বাবা ও স্বামী। মৃতার বাবার দাবি, ছোট থেকে মাসতুতো ভাইদের সঙ্গে বড় হয়েছেন সুস্মিতা। মাসকয়েক আগে নিজের মাসিকে টাকাও ধার দেন। এরপরও খুনের ঘটনা ঘটায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাবা ও স্বামী। গতকালই পর্ণশ্রীতে মা-ছেলেকে খুনের ঘটনায়, মৃতার দুই মাসতুতো ভাইকে গ্রেফতার করে পুলিশ। প্রচুর দেনা থাকায় টাকা-সোনা লুঠের পরিকল্পনা ছিল। তা না পেয়েই খুন করা হয়েছে বলে জানায় পুলিশ।