Jadavpur University Chaos: "কাজ কী? শুধু শাসকের নিরাপত্তা?'' যাদবপুরে পুলিশ প্রবেশে প্রশ্ন পড়ুয়াদের
Jadavpur University News Update: অ্য়াসিস্টান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটা দল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ৫ নম্বর গেটের ভিতরে পিজি আর্টস সেখানে এসে উপস্থিত হন।

কলকাতা: সাদা পোশাকে পুলিশ প্রবেশ করল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ক্যাম্পাসে। ঢুকে গেল একেবারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভিতরে। ক্য়াম্পাসে পুলিশ ঢোকার তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা।এদিকে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।
১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়ির তলায় জখম হন এক পড়ুয়াও। ৫ মার্চ পুলিশের ভূমিকার সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর সোমবার ক্যাম্পাসে সাদা পোশাকে প্রবেশ করল পুলিশ। ঢুকে গেল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভিতরে। অ্য়াসিস্টান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটা দল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ৫ নম্বর গেটের ভিতরে পিজি আর্টস সেখানে এসে উপস্থিত হন।
ক্য়াম্পাসে পুলিশ ঢোকার তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। এক SFI কর্মী বলেন, "যখন আমাদের এতগুলো ছাত্র ইন্দ্রানুজ যখন গাড়ির তলায় চাপা চলে গেল কই ইন্দ্রানুজকে তো কই কোনও পুলিশ তো নিয়ে চলে গেল না। অভিনবর পায়ের উপর দিয়ে যখন গাড়ি চলে গেল তখন কেউ অভিনবকে ধরে তো পুলিশ নিয়ে গেল না? মানে পুলিশের কাজ কী? শাসকের নিরাপত্তা ?'' যদিও অন্য সুর তৃণমূলের গলায়। তৃণমূল ছাত্র পরিষদ বলছে, "যদি মানুষের লাইফ থ্রেট থাকে তাহলে কাউকে তো বাঁচানোর জন্য রেসকিউ করতে আসতে হবে। প্রশাসন যদি মনে করে কাউকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা পুলিশ থাকাতেও কোনও অসুবিধা নেই।''
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। মামলাকারীর দাবি, ৭ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তাঁরা হাজিরা দেন। অভিযোগ, সেদিন তাঁদের কাছ থেকে তাঁদের মোবাইল চাওয়া হয়। তাঁরা আপত্তি করেন। অভিযোগ, তারপরও তাদের হেনস্থার চেষ্টা করা হচ্ছে। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিজেদের মধ্যে বৈঠকে বসে যাদবপুর কর্তৃপক্ষ। এরপর দুপুর ৩টের সময় পড়ুয়াদের সঙ্গে বৈঠকে কথা থাকলেও, ডেপুটেশন দিয়েই বেরিয়ে যান আন্দোলনকারীরা। এদিকে সূত্রের খবর, ক্য়াম্পাসে পুলিশ ঢোকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের অনুমতি ছিল না। এদিনের বৈঠকে বিষয়টি উপাচার্যের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Jadavpur Chaos Update: "আধঘণ্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেব'' হুঁশিয়ারি ওন্দার BJP বিধায়কের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
