Jalpaiguri News: রাতে তুমুল ঝগড়া বাড়িতে, লোহার রড, গাছের ডাল দিয়ে মাকে পিটিয়ে খুনে ধৃত ছেলে
Crime News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মা, বাবা এবং ছেলের মধ্যে বচসা বাধে। দীর্ঘ ক্ষণ ধরে চলতে থাকে অশান্তি।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মা-বাবার সঙ্গে অশান্তি। রাতদুপুরেই ঝগড়া-বচসা। তার জেরে মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরেই ওই যুবক মাকে খুন করেছে বলে দাবি পাড়া-প্রতিবেশীদের (Jalpaiguri News)।
জলপাইগুড়িতে মাকে পিটিয়ে মারায়র অভিযোগে ধৃত ছেলে
জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি টিক লাইন এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবক তাঁর মাকে খুন করেছেন বলে অভিযোগ। ধৃত যুবককে সাজান ওঁরাও বলে শনাক্ত করা গিয়েছে। বয়স মাত্র ২২ বছর। তাঁর মা সোমারী ওঁরাওয়ের মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর (Son Allegedly Kills Mother)।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, লোহার রড এবং গাছের ডাল দিয়ে পিটিয়ে মাকে খুন করেছেন সাজান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মা, বাবা এবং ছেলের মধ্যে বচসা বাধে। দীর্ঘ ক্ষণ ধরে চলতে থাকে অশান্তি। তাতে ওই রাতেই লোহার রড এবং গাছের ডাল এনে মাকে মারতে থাকেন সাজান। বাবা হেমশঙ্কর ওঁরাো সাজানকে বাধা দিতে এগিয়ে আসেন। চেষ্টা করেন থামানোর। কিন্তু সাজান তাঁকেও মারধর করেন এবং হেমশঙ্করও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ছেলের হাতে মার খেয়ে বাড়িতেই সাজানের মা মারা যান বলে জানা গিয়েছে।
বচসা থেকেই মারধর, খুনের ঘটনা!
এই মুহূর্তে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে হেমশঙ্করের। বুধবার সকালে এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। মেটেলি থানায় খবর দেন স্থানীয়রাই। তার পর পুলিশ এসেই দেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় ছেলেকেও। সাজানের মায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে মুর্শিদাবাদে স্ত্রীর সামনে প্রতিবেশীকে খুনে অভিযুক্ত স্বামীর
এ দিকে, মুর্শিদাবাদে স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশীকে বাড়িতে ডেকে এনে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল (Murder Allegation) স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad News) শক্তিপুর থানা এলাকার ঘটনা।
স্ত্রীর সামনেই তাঁর ‘প্রেমিক’কে গলা কেটে ‘খুনে’র অভিযোগ। তার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার জিনারা গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Crime News)।