Jibankrishna Saha Update:মোবাইলভর্তি ভয়েস রেকর্ড কার? আর্জি জীবনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের
তাতে শতাধিক ভয়েস রেকর্ড রয়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। পাশাপাশি জীবনকৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই।
কলকাতা: জামিনের আবেদন খারিজ, ফের সিবিআই হেফাজতে তৃণমূল বিধায়ক জীবন (Jibankrishna Saha)। ইতিমধ্যেই ধৃত তৃণমূল বিধায়কের উদ্ধার হওয়া দুটি ফোনের একটি ফোন খোলা সম্ভব হয়েছে। তাতে শতাধিক ভয়েস রেকর্ড রয়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। পাশাপাশি জীবনকৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই।
মোবাইলভর্তি ভয়েস রেকর্ড কার? এদিন আদালতে সিবিআই জানায়, 'পুকুর থেকে উদ্ধার জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল ফোন খোলা সম্ভব হয়েছে। সেই মোবাইলে পাওয়া গেছে ১০০টিরও বেশি ভয়েস রেকর্ডের ফাইল'। আদালতে দাবি সিবিআই-এর তদন্তকারী আধিকারিকের। এই ফাইলগুলি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বলে দাবি সিবিআই-এর। সূত্রের খবর, একাধিক ব্যক্তির সঙ্গে কথাবার্তায় মিলেছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। সেই কারণে জীবনকৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। মোবাইলে পাওয়া রেকর্ডেড ফাইলের সঙ্গে জীবনকৃষ্ণের কণ্ঠস্বর মিলিয়ে দেখার অনুমতি। এই সব তথ্য সামনে রেখে জীবনকৃষ্ণকে জেরার জন্য তাঁকে আরও ৫ দিন হেফাজতে পেতে আবেদন সিবিআই-এর। অন্যদিকে, জীবনকৃষ্ণের আইনজীবীর আবেদন, 'জীবনকৃষ্ণ একজন বিধায়ক, তাঁর সম্মানহানি হচ্ছে। তদন্ত প্রায় শেষ, তাঁকে জামিন দেওয়া হোক।
বাংলার মাস্টারমশাই জীবনকৃষ্ণ: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha) শুধু বড়ঞার তৃণমূল বিধায়কই নন, বীরভূমের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ের বাংলার মাস্টারমশাইও। স্থানীয় বাসিন্দা থেকে স্কুল পরিচালন সমিতির সভাপতি বলছেন, আসতেন ব্যক্তিগত গাড়িতে। স্কুলে উপস্থিতি বরাবরই অনিয়মিত। অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন ঢোকে নিয়মিত।নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হননি কোনও মাস্টারমশাই। যে, ভাল হওয়ার পাঠ পড়ুয়াকে দেওয়ার, সেই পাঠ মাস্টারমশাইয়ের নিজের আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেনি। জীবনকৃষ্ণ সাহা শুধু বড়ঞার তৃণমূল বিধায়কই নন, বীরভূমের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ের বাংলার মাস্টারমশাই। ২০১৪-র ২০ অগাস্ট এই স্কুলে শিক্ষকতার চাকরি পান জীবন।
সূত্রের খবর, স্কুলে উপস্থিতি ছিল অনিয়মিত। আসতেন ব্যক্তিগত গাড়িতে। ২০২১ সালে বিধায়ক হওয়ার পর তাঁর উপস্থিতি আরও কমেছিল। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে এসেছিলেন। তাও, মেরেকেটে দু-একবার। স্কুলে অনিয়মিত। অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন নিয়মিত। তবে সিবিআই সূত্রে দাবি, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর যে বিপুল সম্পত্তির হদিশ এখনও অবধি মিলেছে, তা স্কুল শিক্ষকের মাইনেতে কী করে সম্ভব, সে এক রহস্য়।
আরও পড়ুন: Kaliaganj Update: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে