Joint Platform Of Doctors: নাগরিক সমাজকে ১২ ঘণ্টার অনশনে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের
Hunger Strike: ধর্মতলা খেকে কৃষ্ণনহর ও জলপাগুড়িতে প্রতীকী অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছেন সিনিয়ররাও।
কলকাতা: অনশনরত জুনিয়র চিকিৎসদের সমর্থনে এবার নাগরিক সমাজকেও ১২ ঘন্টা অনশনে সামিল (hunger strike) হওয়ার আহ্বান জানানো হল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের (Joint Platform Of Doctors) তরফে। জুনিয়রদের অনশনের সমর্থনে এবার এগিয়ে এলেন সিনিয়ররাও।
ধর্মতলা খেকে কৃষ্ণনহর ও জলপাগুড়িতে প্রতীকী অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছেন সিনিয়ররাও। এবার এই অনশনে এগিয়ে আসার জন্য তাঁরা আবেদন জানালেন নাগরিক সমাজের কাছেও। সোমবার অর্থাৎ আগামীকাল নাগরিক সমাজকে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হওয়ার আহ্বান জানাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
বর্তমানে সর্বভারতীয় আইএমএ-র পশ্চিমবঙ্গ শাখা কলকাতা সহ জেলায় জেলায় ১২ ঘন্টার প্রতীকী অনশন পালন করছেন। সকাল আটটা থেকে রাত ৮ টা পর্যন্ত গোটা রাজ্যে প্রতীকী অনশন পালন করছেন। এমনকী সন্ধ্যাবেলায় রাখী বন্ধনে অংশ নেন চিকিৎসক ও সাধারণ মানুষরা।
অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে সিনিয়র ডাক্তাররা আগামীকাল সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা আংশিক কর্মবিরতিও পালন করবেন।
অনশনরত চিকিৎসকদের প্রতি সমর্থন জানিয়ে আগামী ১৫ অক্টোবর রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভালের দিন বিকেল ৪টের সময় রানী রাসমণি রোড়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এবং সহযোগী সংগঠনগুলি দ্রোহের কার্নিভাল-এর ডাক দিয়েছে। অভয়ার ন্যায় বিচার ও থ্রেট কালচারের নিরসন ও পড়ুয়া চিকিৎসকদের আমরণ অনশনের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কার্নিভাল করা হবে।
অন্যদিকে দেশজুড়ে ১২ ঘণ্টা অনশনের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-আইএমএ। পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে অনশনে বসবেন দেশের সব রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। রবিবার IMA-এর পক্ষ থেকে আইএমএ-র সমস্ত রাজ্য ও আঞ্চলিক শাখার প্রধানদের নির্দেশ দিয়ে জানানো হয়েছে,চিকিৎস আন্দোলনের সংহতিতে জোড়া কর্মসূচি গ্রহণ করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।