Justice Abhijit Gangopadhyay: রাত ১২টার মধ্যে সাক্ষাৎকারের অনুবাদ চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
Supreme Court:রাত ১২:১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কলকাতা: স্বচ্ছতার কারণে এবার সাক্ষাৎকারের অনুবাদ চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠালেন। আজ রাত ১২ টার মধ্যে পেশ করার নির্দেশ। রাত ১২:১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে। হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের। দাবি আইনজীবীদের একাংশের। সরেছে নিয়োগের সব মামলাই, মত অন্য পক্ষের। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরেই জানা যাবে সুপ্রিম কোর্টের বিস্তারিত নির্দেশ। কিন্তু প্রশ্ন উঠছে বর্তমানে যে মামলাগুলি চলছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, সেগুলির ভবিষ্যৎ কী?
এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের (Asok Ganguly)। অশোক গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, 'কোন মামলা কোন বিচারপতি শুনবেন, তা সুপ্রিম কোর্ট ঠিক করে দিতে পারে না। সেই এক্তিয়ার সর্বোচ্চ আদালতের নেই। তবে বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা উচিত নয় কোনও বিচারপতির।'
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এই রায় অত্যন্ত দুভার্গ্যজনক। পশ্চিমবঙ্গের মানুষ আশাহত হয়েছেন।' যদিও শীর্ষ আদালতের রায় মেনে মিতে হবে, সেই রায় নিয়ে কথা বলার এক্তিয়ার কারও নেই বলেও জানান তিনি।
অভিষেকের প্রতিক্রিয়া:
প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি আগেও বলেছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে কোনও রায় আমাদের কাছে শিরোধার্য। সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর রাখি। যেহেতু এটা সাবজুডিস ম্যাটার তাই, আমি এই নিয়ে কোনও মন্তদব্য করতে চাই না। মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি।'
সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'আদালতে ছিলাম। যতটুকু আমি শুনতে পেয়েছি। যে মামলা বিচারের জন্য এসেছে প্রধান বিচারপতির কাছে। যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলাটাই অন্য এজলাসে যাবে। এর বাইরে কোনও বিষয় নেই। যখন অর্ডার বলছেন, যা শুনতে পেয়েছি। তখন বলা হয়েছে দিস প্রসিডিং...অর্ডারে তো বলেননি সব মামলা। অর্ডার দেখা পর্যন্ত এটাই মনে হচ্ছে। অর্ডার যখন বেরবে তখন বোঝা যাবে পুরোটা।'
আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?






















