(Source: Poll of Polls)
Justice Abhijit Ganguly: 'কেউ দোষ করলে, শাস্তি হবে', 'সুপ্রিম' নির্দেশে প্রতিক্রিয়া কুণালের
Kunal on SC Order: 'বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের ক্ষেত্রে আমাদের অভিযোগ ছিল', 'সুপ্রিম' নির্দেশের পর কী অভিযোগের কথা তুললেন কুণাল ঘোষ ?
কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Ganguly) এজলাস থেকে, নির্দেশ সুপ্রিম কোর্টের, মত আইনজীবীদের একাংশের। ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় প্রতিক্রিয়া দিয়ে বলেছেন,'কুণাল ঘোষকে প্রণাম জানাব'। আের এবার সুপ্রিম নির্দেশের ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, 'কেউ দোষ করে থাকলে, তদন্ত হবে, শাস্তি হবে।'
এদিন কুণাল ঘোষ বলেন,' বিচারব্যবস্থা এবং বিচারপতিদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। কেউ দোষ করে থাকলে, তদন্ত হবে, শাস্তি হবে। আদালত, আইন যা মনে করবে সেটাই হবে। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের ক্ষেত্রে আমাদের অভিযোগ ছিল, তিনি নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দল এবং নেতা-নেত্রীকে আইন বহির্ভূতভাবে বিদ্ধ করছেন। এর বাইরে তাঁর প্রতিও আমাদের পূর্ণ আস্থা এবং সম্মান আছে', প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। নিয়োগ-দুর্নীতির সব মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, মত আইনজীবীদের অন্য অংশের। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরেই জানা যাবে সুপ্রিম কোর্টের বিস্তারিত নির্দেশ। এদিকে সুপ্রিম নির্দেশের পর এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'কুণাল ঘোষকে প্রণাম জানাব। কারণ তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন আজ তা মিলে গেছে। তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা সেটা আমার জানা ছিল না।'
প্রসঙ্গত, রাজ্যের এতদিন ধরে চলে দুর্নীতির মামলারগুলির মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতির মামলা। একের পর এক শাসকদলের হেভিওয়েট নাম জড়িয়েছে। এই মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে চাকরি গিয়েছে, রাজ্যের খোদ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের। এই মামলার জেরেই চাপ বেড়েছে শাসকদলের অন্দরে। এতদিন ধরে চলে আসা নিয়োগ দুর্নীতির মামলা বেগ পায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) মামলায় উঠে এসেছে এবিপি আনন্দকে দেওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ। তাঁর নির্দেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। বিচারপতির সাক্ষাৎকার নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়।
এসবের ২৪ ঘণ্টার মধ্য়ে এনিয়ে মুখ খোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। মঙ্গলবার এজলাসে এসে তিনি আচমকা বলেন, কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি? আমি পদত্যাগ করছি না। এরপর আইনজীবীদের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, যে লড়াই শুরু হয়েছে , সে লড়াই চলবে। বিভিন্নভাবে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকব না, কিন্তু লড়াই চলবে।
আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?
গত ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য় করেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। যার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন, আম খেলে ওজন বাড়ে কি ? কী দাবি বিশেষজ্ঞদের ?