Jyotipriyo Mullick : CCU-তে ভর্তি জ্যোতিপ্রিয়, হবে স্বাস্থ্যে একাধিক পরীক্ষা, হাসপাতাল থেকে ছাড়া পেলে শুরু হবে ইডি হেফাজতের মেয়াদ
Ration Distribution Scam : আদালতের নির্দেশ, হাসপাতালে চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে।
ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায় : রেশন বণ্টনে দুর্নীতির (Ration Distribution Scam) অভিযোগে গ্রেফতারের পর আদালতেই অজ্ঞান হয়ে পড়েন যান জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। প্রথমে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে। সেখানে তাঁর একাধিক পরীক্ষা হয়। এরপর মন্ত্রীকে মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে ভর্তি করা হয় CCU ১৪২ তে।
আগামীকাল হবে একাধিক শারীরিক পরীক্ষা। আদালতের নির্দেশ, হাসপাতাল থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ছাড়া পেলে তারপরই শুরু হবে ইডি হেফাজতের মেয়াদ। পাশাপাশি হাসপাতালে চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর চিকিৎসায় পরামর্শ দেওয়ার জন্য টিমে রয়েছেন একজন নেফরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং নিউরোলজিস্ট।
হাসপাতালে ভর্তির সময়, জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা ঘোরা, বমি পাওয়া এবং দুর্বলতার সমস্যা ছিল। তবে, হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর CT স্ক্যান এবং ব্রেন MRI-এর রিপোর্ট স্বাভাবিক। ভর্তির সময় সুগার লেভেল ৩৫১ থাকলেও, পরে তা কমে হয় ২৬৭। ক্রিয়েটিনিন ২ পয়েন্ট ৫। শনিবার, জ্যোতিপ্রিয় মল্লিকের হল্টার মনিটারিং করানো হবে।
হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, মন্ত্রীর কিডনি ও ব্ল্যাকআউট হওয়ার সমস্যা আছে। এছাড়াও, তাঁর টাইপ টু ডায়াবেটিস, হাইপার টেনশন এবং হাইপার গ্লাইসেমিয়া রয়েছে। এদিন হাসপাতালে আসেন ED-র আধিকারিকরা। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
হাসপাতাল সূত্রে খবর, রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক পরীক্ষা হবে। সেই রিপোর্ট দেখে সোমবার নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এদিকে, সিজার লিস্টে ED দাবি করেছে যে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে দুটো প্লাস্টিকের বাক্স বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে একাধিক স্ট্যাম্প ছিল। কালো টাকা সাদা করতে এই স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ ED-র।
জ্যোতিপ্রিয় মল্লিকের দুটো মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি, মন্ত্রীর স্ত্রী ও কন্যার নামে থাকা দুটি ব্যাঙ্কের লকারের চাবিও বাজেয়াপ্ত করেছে ED। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির কারণ সম্পর্কে এদিন ED-র আইনজীবী আদালতে জানান, বাকিবুরকে জেরা করেই মন্ত্রী সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে। যার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, এক অভিযুক্ত ও ধৃতের বয়ানের ভিত্তিতে কীভাবে একজন মন্ত্রীকে গ্রেফতার করা হয়, সেই প্রশ্ন তোলেন পাল্টা মন্ত্রীর আইনজীবী। যদিও ৫ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়কে ED হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন- স্ট্রেচারে করে আদালত থেকে সোজা হাসপাতালে নিয়ে ছোটা হল জ্যোতিপ্রিয়কে