Kolkata News: মদ্যপ যুবকদের তাণ্ডবে আক্রান্ত পুলিশ কর্মী, গ্রেফতার ২
সূত্রের খবর গতকাল ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। সেই সময় কৈখালীর কাছে এই দুই যুবকের গাড়ি আটকায় পুলিশ কর্মী। তাঁরা মদ্যপ অবস্থা ছিলেন।
কলকাতা: রাতের শহরে মদ্যপ যুবকদের তাণ্ডব। আক্রান্ত পুলিশ কর্মী। ঘটনায় দু-জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে পণ্ডন কুমার যাদব ও অনুপ গুঠা সিংহকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
সূত্রের খবর গতকাল ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। সেই সময় কৈখালীর কাছে এই দুই যুবকের গাড়ি আটকায় পুলিশ কর্মী। তাঁরা মদ্যপ অবস্থা ছিলেন।
সেই সময়ে পুলিশ কর্মীকে এই দুই যুবক হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনায় কৈখালি মোড় থেকেই দু-জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। আজ অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। কী কারণে এই ঘটনা তদন্ত করে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ।
উল্লেখ্য, সিঙ্গুরের (Singur) পর ফের একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুনের ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল হুগলির (Hoogly) চণ্ডীতলা (Chanditala)। পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন (Murder Case)। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, চন্ডীতলার (Chanditala) নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ তার স্ত্রী মিতালী ঘোষ ও মেয়ে শিল্পা ঘোষ। পাশের বাড়িতেই থাকতেন সঞ্জয় ঘোষের খুরতুতো ভাই শ্রীকান্ত ও তপন ঘোষ।
দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল জারতুতো-খুরতুতো ভাই-এর মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন বিবাদ চরমে পৌঁছয়। এরপরই সাবল দিয়ে কুপিয়ে তিন জনকে আঘাত করে শ্রীকান্ত ও তপন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিন ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে আটক করে পুলিশ। আরেক অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক।