Kolkata News: ব্যান্ড পার্টি এনে সরস্বতী পুজো, ঝামেলায় জড়াল দুই ক্লাব, ধুন্ধুমার কাণ্ড আমহার্স্ট স্ট্রিটে
Kolkata News: মুহূর্তের মধ্যেই এই বচসা হাতাহাতি, মারামারিতে পৌঁছে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমহার্স্ট থানার পুলিশ।
![Kolkata News: ব্যান্ড পার্টি এনে সরস্বতী পুজো, ঝামেলায় জড়াল দুই ক্লাব, ধুন্ধুমার কাণ্ড আমহার্স্ট স্ট্রিটে Kolkata Amherst Street local clubs get into brawl over loud music during Saraswati Puja Kolkata News: ব্যান্ড পার্টি এনে সরস্বতী পুজো, ঝামেলায় জড়াল দুই ক্লাব, ধুন্ধুমার কাণ্ড আমহার্স্ট স্ট্রিটে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/fa79619a88fcdb8915de641d0cf0cb98_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সরস্বতী পুজোকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড শহরে। দুই ক্লাবের মধ্যে ব্যাপক ঝামেলা। তার জেরে চলল ভাঙচুর, মারধর এবং তাণ্ডব। তাতে চার জন্য আহতও হলেন। আর এই ঘটনায় বিক্ষোভ পৌঁছল থানাতেও। এখনও পর্যন্ত দু’জনেক গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতার আমহার্স্ট স্ট্রিটের ঘটনা। সেখানকার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং ভিয়ানা স্পোর্টিং ক্লাবের মধ্যে ঝামেলা বাধে। ব্যান্ড পার্টির বাজনায় তুমুল নাচ ঘিরে ঝামেলার সূত্রপাত। তা নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় দুই ক্লাবের সদস্যদের মধ্যে।
কিন্তু মুহূর্তের মধ্যেই এই বচসা হাতাহাতি, মারামারিতে পৌঁছে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমহার্স্ট থানার পুলিশ। দু’পক্ষকে নিরস্ত করা হয়। কিন্তু পুলিশ চলে গেলে গভীর রাতে ভিয়ানা ক্লাবের সদস্যরা বিবেকানন্দ ক্লাবের সদস্যদের উপর চড়াও হন বলে অভিযোগ।
আরও পড়ুন: Municipal Election: শিলিগুড়িতে পুরভোটের আগে বিজেপির বৈঠকে গড়কড়ীর নানা প্রতিশ্রুতি, বিধিভঙ্গের অভিযোগ সিপিএমের
বিবেকানন্দ ক্লাবের সদস্যদের অভিযোগ, দল বেঁধে এসে সকলকে মারধর করা হয়। চালানো হয় ভাঙচুরও। তাতে চার জন আহত হন। এ নিয়ে অভিযুক্ত ভিয়ানা ক্লাবের তরফে যদিও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
ঘটনার পর রাতেই আমহার্স্ট থানায় ছুটে যান বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানিয়ে থানা ঘেরাও করেন তাঁরা। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই দুই ক্লাবের মধ্যে দীর্ঘদিনের রেষারেষি। শনিার প্রথম ব্যান্ড পার্টি নিয়ে ঝামেলা বাধে। তার পরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
সরস্বতী পুজো ঘিরে এর আগে ঝামেলার খবর পাওয়া গিয়েছিল বেলুড়ের লালবাবা কলেজ থেকে। তা-ও সরস্বতী পুজোর আগেই। পুজোর দায়িত্বে কারা থাকবে তা নিয়ে ঝামেলা বাধে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে। বচসা থেকে মারপিটে পৌঁছয় ঝামেলা। মেয়েরাও তাতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে পুলিশকে ছুটে যেতে হয় কলেজে। থানায় দুই গোষ্ঠীই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)