Kolkata: বেহালা চড়কতলার সংঘর্ষে পুলিশি তৎপরতা, ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার একাধিক
Kolkata News: বেহালার চড়কতলা উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলবার রাতে। সেই ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
![Kolkata: বেহালা চড়কতলার সংঘর্ষে পুলিশি তৎপরতা, ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার একাধিক kolkata behala tmc inner clash regarding charak mela police detained 4 Kolkata: বেহালা চড়কতলার সংঘর্ষে পুলিশি তৎপরতা, ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার একাধিক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/13/ef261011a1bcbbebcad64da0d2542d19_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অনির্বাণ বিশ্বাস, কলকাতা: চড়কমেলাকে কেন্দ্র করে খাস কলকাতায় (Kolkata) চলল গুলি। গতকাল রাতে বেহালার (Behala) চড়কতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। বেহালা থানার পুলিশের সামনেই দু’ দফায় বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেহালার চড়কতলা। সেই সংঘর্ষের ঘটনায় পুলিশি তল্লাশি শুরু হতেই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটকের পর গ্রেফতার করল পুলিশ।
ঘটনায় জড়িত সন্দেহে আটক ৫
সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে মোট ৫ জনকে পুলিশের গাড়িতে তোলা হয়। গতকালের ঘটনা ঘটে পুলিশের সামনে এবং তা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি তারা, এমনই অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের।
পুলিশের পাঁচটি গাড়ি বিশাল বাহিনী নিয়ে প্রফুল্ল সেন কলোনীতে উপস্থিত হয়। বেহালা থানার তরফ থেকে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, গতকালের ঘটনায় ধৃত পাঁচজনের প্রত্যক্ষভাবে যোগাযোগ ছিল এবং সেখানে তারা উপস্থিত ছিল।
সকাল থেকে প্রশ্ন উঠছলি যে প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকেই কেন গ্রেফতার করা যাচ্ছে না। আজ বেলা ১২টার খানিক পরেই চড়কতলা পেরিয়ে প্রফুল্ল সেন কলোনীতে হাজির হয় পুলিশ। সেখান থেকেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। মোতায়েন রয়েছে পুলিশের বিশাল বাহিনী। এই পাঁচজন ছাড়াও সংঘর্ষের ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ ওঠে, গতকালের ঘটনায় এই প্রফুল্ল সেন কলোনী থেকে একাধিক মানুষ গিয়েছিলেন। ফলে সেখানে বোমাবাজি বা মারপিটের ঘটনায় এই এলাকার একাধিক মানুষ জড়িত বলে পুলিশের প্রাথমিক অনুমান।
গ্রেফতারির পর এক ব্যক্তির দাবি, 'আমরা এই বিষয়ে কিছুই জানি না। আমরা পাড়ায় এসেছিলাম। স্যর (পুলিশ) আমাদের ধরে গাড়িতে উঠতে বলেন।'
গোটা ঘটনায় প্রবলভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)