Calcutta Medical College : রিভিউ করে এমবিবিএস পাস পড়ুয়ারা করে গেলেন ফেল ! কলকাতা মেডিক্যাল কলেজে চাঞ্চল্য
Kolkata News : অস্বস্তিতে পড়ে ৪ ছাত্রের খাতা আবার দেখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী। কলকাতার নাম করা মেডিক্যাল কলেজের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : রিভিউয়ে (Review) কমে গেল নম্বর। ফেল করে গেলেন পাস করা কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) ৪ এমবিবিএস পড়ুয়া। পাস করা ছাত্ররা ফেল করলেন কীভাবে? ফেলই যদি করেন তাহলে পাস করানো হয়েছিল কীসের ভিত্তিতে ? ঘটনায় মেডিক্যাল কলেজের রিভিউ প্রক্রিয়া নিয়েই উঠে গেল প্রশ্ন। ফের খাতা দেখা হচ্ছে, জানালেন কলেজের উপাধ্য়ক্ষ।
নম্বর বাড়াতে করিয়েছিলেন রিভিউ। রিভিউয়ে ফেলই কর গেলেন পাস করা ৪ এমবিবিএস ছাত্র (MBBS Passed Students)। ঘটনায় প্রশ্নে কলকাতা মেডিক্যাল কলেজের রিভিউ প্রক্রিয়া। এমবিবিএসের দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় বায়োকেমিস্ট্রিতে ৭০ শতাংশ নম্বর পেয়েছিলেন ৪ ছাত্র। বাকিরা ৭৫ শতাংশ নম্বর পাওয়ায় বায়োকেমিস্ট্রির রিভিউ করান ৪ এমবিবিএস পড়ুয়া। নম্বর বাড়া তো দূরের কথা, উল্টে নম্বর কমে যাওয়ায় ফেল করলেন তাঁরা। রিভিউয়ের পর বায়োকেমিস্ট্রিতে ৪ ছাত্রের নম্বর এসেছে ৩০ শতাংশ। পাস করতে অন্তত ৫০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।
ঘটনায় প্রশ্ন উঠছে, ৪ পড়ুয়া যদি ৭০ শতাংশ নম্বর পেয়ে থাকেন, তাহলে রিভিউয়ে তাঁদের নম্বর কমে ৩০ শতাংশ হল কীভাবে ? আর যদি তাঁরা ৩০ শতাংশ নম্বরই পেয়ে থাকেন, তবে সেই নম্বর ৭০ শতাংশ হয়ে গিয়েছিল কীভাবে ? ৭০ শতাংশ নাকি ৩০ শতাংশ? আদতে কত শতাংশ নম্বর পেয়েছেন ৪ পড়ুয়া ? নম্বর বেশি দেওয়া হয়ে থাকুক বা কম, গাফিলতির দায় কার ? স্ক্রুটিনি করেছেন নম্বর হেরফেরের দায় তাঁর ? নাকি ত্রুটি গোটা রিভিউ প্রক্রিয়ার ? মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন মেডিক্যাল কলেজের ছাত্ররা।
আরও পড়ুন- দিদির বাড়িতে ভাইজান, উত্তরীয় পরিয়ে সলমনকে অভ্যর্থনা মমতা বন্দ্যোপাধ্যায়ের
অস্বস্তিতে পড়ে ৪ ছাত্রের খাতা আবার দেখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী। কলকাতার নাম করা মেডিক্যাল কলেজের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?