Kolkata: আলিপুরে বহুতল থেকে উদ্ধার পরিচারকের রক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ
Kolkata News: বহুতলের ফার্স্ট ফ্লোরের নিচেই বিট্টু কুমার রাওয়াত নামে বছর সাতাশের ওই যুবকের দেহ উদ্ধার হয়। বহুতলের ৬ তলার ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে ওই যুবক পরিচারকের কাজ করতেন।
সুকান্ত মজুমদার, কলকাতা: শহর কলকাতায় আজ ফের রক্তাক্ত মৃতদেহ (deadbody) উদ্ধার হল। আলিপুরে বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ মেলে।
আলিপুরে রক্তাক্ত দেহ উদ্ধার
আলিপুরের বহুতলের নীচে পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধার। সেখানে একই ফ্ল্যাটে পরিচারকের কাজ করতেন বিট্টু। আত্মহত্যা (Suicide) না দুর্ঘটনা (Accident)? তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ।
গোটা বিষয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ। কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি।
বহুতলের ফার্স্ট ফ্লোরের নিচেই বিট্টু কুমার রাওয়াত নামে বছর সাতাশের ওই যুবকের দেহ উদ্ধার হয়। জি প্লাস সিক্স বিল্ডিংটি। তার একেবারে ফিফথ ফ্লোর অর্থাৎ ৬ তলার ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে ওই যুবক পরিচারকের কাজ করতেন। আজ দোতলার ওপর যে ছাদের অংশ রয়েছে সেখানে তাকে পড়ে থাকতে দেখা যায়।
এখনও পর্যন্ত কোনও স্যুইসাইড নোট উদ্ধার হয়নি। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আবাসিকদের মধ্যে।
কী জানাচ্ছেন নিরাপত্তা রক্ষী?
এক নিরাপত্তারক্ষীর কথায়, 'বিট্টু এখানে পাঁচ বছর ধরে কাজ করছে। আমি সকালের ডিউটি করি। আজ সকালে যখন ডিউটি জয়েন করি তখন রাতের গার্ডের থেকে শুনি এমন কাণ্ড। তারপর বাকিদের খবর দেওয়া হয়। বাকি যা করার তারাই করেছে।'
ওই নিরাপত্তারক্ষীর কথায় যে ফ্ল্যাটে বিট্টু কাজ করত সেই ফ্ল্যাটের মালিকরা এখন কেউ নেই। এখন সেখানে অন্যান্য পরিচারকেরা থাকে বলে দাবি ওই রক্ষীর।
আরও পড়ুন: Jhargram: গ্রাহকদের ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ঝাড়গ্রামের ব্যাঙ্ক কর্মী
কী কারণে মৃত্যু, আত্মহত্যা না নেপথ্যে অন্য কোনও কারণ, খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। যে ফ্ল্যাটে বিট্টু থাকত সেখানের বাকি পরিচারকদের ও ফ্ল্যাটের মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তে পাঠানো হয়েছে দেহ।