Kolkata: শেক্সপিয়ার সরণি থানা এলাকায় পুলিশের তল্লাশি, প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯
Kolkata Fraud Case: তাদের লক্ষ্য ছিল উত্তর ভারতের মানুষ। কলকাতা গোয়েন্দা পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়ার সরণি থানা এলাকায় তৈরি করা হয়। এটি একটি ডোমেস্টিক কল সেন্টার।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের প্রতারণার (fraud) অভিযোগে গ্রেফতার কলকাতা (Kolkata) থেকে। মোবাইল টাওয়ার (mobile tower) বসানোর নামে উত্তর ভারতের (North India) কয়েকজন বাসিন্দাকে প্রতারণার অভিযোগ ওঠে। শেক্সপিয়ার সরণি (Shakespeare Sarani) থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ (Kolkata Police)। সেখান থেকেই ৯ জনকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ।
প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯
অভিযোগ উঠছে, কখনও মোবাইল টাওয়ার বসানোর টোপ, কখনও বা চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় কোটি টাকার প্রতারণা করা হয়। তাদের টার্গেট ছিলেন মূলত উত্তর ভারতের বেশ কয়েকজন ব্যক্তি। তদন্তে নেমে শেক্সপিয়ার সরণি থানায় সেই ভুয়ো কল সেন্টারের হদিশ পায় কলকাতা গোয়েন্দা পুলিশ। প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে।
কী তথ্য মিলেছে পুলিশ সূত্রে?
ফের শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ মিলেছে। তাদের লক্ষ্য ছিল উত্তর ভারতের মানুষ। কলকাতা গোয়েন্দা পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়ার সরণি থানা এলাকায় তৈরি করা হয়। এটি একটি ডোমেস্টিক কল সেন্টার। সেখান থেকে একাধিক লোকজন ফোন করত। ফোন করে উত্তর ভারতের মানুষদের টাওয়ার বসানো ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হত। এই ছুতোয় প্রত্যেকের কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা নিয়ে নিত।
আরও পড়ুন: Howrah News: পণ্য নিয়ে ফেরার পথে বিপত্তি, হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি নেতার
এই সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। কলকাতা গোয়েন্দা পুলিশের কাছে খবর আসতেই গতরাতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। ১০ লক্ষ টাকার টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়। ধৃতদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোন ও ল্যাপটপ মিলেছে। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।