Durga Puja 2023: পুজোর ভাবনায় প্রকৃতির একাল ও সেকাল, সৌজন্যে লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ, খুঁটি পুজোতে হাজির হলেন বাবুল
Kolkata News: হাতে আর দু'মাসেরও কম সময় বাকি রয়েছে। তার পরই শ্রেষ্ঠ উৎসবে মাতবে বাঙালি।
![Durga Puja 2023: পুজোর ভাবনায় প্রকৃতির একাল ও সেকাল, সৌজন্যে লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ, খুঁটি পুজোতে হাজির হলেন বাবুল Kolkata Lake Avenue Sevak Sangha to display past present and future of Nature through this year's Durga Puja Pandal Durga Puja 2023: পুজোর ভাবনায় প্রকৃতির একাল ও সেকাল, সৌজন্যে লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ, খুঁটি পুজোতে হাজির হলেন বাবুল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/49f6ce7db1db3170a4baddbfc5c786c11693748960489338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অপেক্ষা দীর্ঘতর হয়েছে এ বছর। আকাশ জুড়ে শরতের মেঘ চোখে পড়ছে যদিও। তবে পুজো পুজো গন্ধ অনুপস্থিত বাতাসে। কারণ অন্য বছরের তুলনায় এবছর শারদোৎসব পিছিয়েছে। তবে খুব বেশি দেরিও নেই আর। পুজো শুরু হতে বাকি নেই দু'মাসও। তার মধ্যেই খুঁটি পুজো দিয়ে শুরু হয়ে গেল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের এ বছরের দুর্গাপুজোর প্রস্তুতি।
এবছর লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের তৃতীয় বর্ষের পুজো। সেই উপলক্ষে এবারের থিম রাখা হয়েছে 'প্রকৃতির ক্য়ানভাসে'। রবিবার তাদের খুঁটি পুজো হয়ে গেল। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন গায়ক তথা রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং স্থানীয় কাউন্সিলর মনীষা বসু। তাঁদের উপস্থিতিতে খুঁটি পুজো অন্য মাত্রা পেল। স্থানীয়দের সহযোগিতায় হইহই করেই মিটল সব।
হাতে আর দু'মাসেরও কম সময় বাকি রয়েছে। তার পরই শ্রেষ্ঠ উৎসবে মাতবে বাঙালি। তাই দিকে দিকে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। খুঁটি পুজো দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হল লেক অ্য়াভিনিউ সেবক সঙ্ঘের। এ বছর তৃতীয় বর্ষে পা দিল এই পুজো। এবারের এই ক্লাবের থিম প্রকৃতির ক্য়ানভাসে। আগে প্রকৃতি কেমন ছিল এবং এখন প্রকৃতি কেমন হয়েছে, তাই থিমে তুলে ধরা হবে।
লেক অ্য়াভিনিউ সেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক সুব্রত দেব বলেন, "থিম করছি 'প্রকৃতির ক্য়ানভাসে'। প্রকৃতি আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে তুলে ধরা হবে। খুঁটি পুজো দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হল।" খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন গায়ক তথা রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, "আমি রাজনীতির কিছু বুঝি না। আমার গানটাই বেটার হাফ। ডার্বি ফাইনালের দিন খুঁটি পুজো। আগে পুজোর জামা কাপড় কিনতে বেরোতাম। এখন জামা কাপড় আগেই কেনা হয়ে যায়।"
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন স্থানীয় কাউন্সিলর মণীষা বসুও। থিম পুজোর যুগে দিকে দিকে যখন প্রতিযোগিতা, টক্কর, সেই সময় প্রকৃতিকে পুজোর ভাবনায় জায়গা দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি। কারও সঙ্গে টক্করে না গিয়ে, নিজেদের ভাবনায় ভর করেই তাক লাগাতে চাইছেন পুজোর আয়োজকরা। দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হতে প্রস্তুত হচ্ছে লেক অ্য়াভিনিউ সেবক সঙ্ঘ। খুঁটি পুজো দিয়ে তার সূচনা হল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)