Dhupguri Bypolls: এবছরই মহকুমা ধূপগুড়ি, প্রচারে ঘোষণা অভিষেকের, আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশনে BJP
Abhishek Banerjee: শনিবার উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন অভিষেক। এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে বলে সেখানে ঘোষণা করেন তিনি। সেই নিয়েই অভিযোগ।
ধূপগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ (Abhishek Banerjee)। অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেল বিজেপি। শনিবার উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন অভিষেক। এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে বলে সেখানে ঘোষণা করেন তিনি। সেই নিয়েই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ বিজেপি-র। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাল গেরুয়া শিবির (BJP)।
জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhupguri Bypolls) উপনির্বাচন রয়েছে ৫ সেপ্টেম্বর উপনির্বাচন। তার আগে শনিবার সেখানে তৃণমূলের হয়ে সভা করেন অভিষেক। প্রচারমঞ্চে দাঁড়িয়েই ধূপগুড়িকে এ বছরের মধ্যে মহকুমা করার ঘোষণা করেন তিনি। অভিষেক গতকাল বলেন, "আপনারা কি চান ধূপগুড়ি আলাদা মহকুমা হোক? ২০১৯ এবং ২০২১-এ বিজেপি-কে জিতিয়েছেন। তাঁদের প্রশ্ন করে দেখুন, কত বার সেই দাবি তুলেছেন তাঁরা? যাঁদের ভোট দিচ্ছেন, তাঁদের প্রশ্ন করা কিন্তু আপনাদের অধিকার।"
এর পরই এ বছরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে বলে ঘোষণা করেন অভিষেক। তিনি বলেন, "৩১ ডিসেম্বরের মধ্য়ে ধূপগুড়ি মহকুমা হবে। আমি বলতে পারতাম, একবছর বা দেড় বছরে হবে। আমি বলতে পারতাম কীভাবে করা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমি বলছি হবে, করে দেখাব, প্রতিশ্রুতি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এর দায়-দায়িত্ব এই সভা থেকে আমি নিয়ে গেলাম।"
অভিষেকের এই মন্তব্যেই আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে বলে দাবি বিজেপি-র। সেই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তারা। বিজেপি-র প্রশ্ন, নির্বাচনী প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি কী করে দিলেন অভিষেক? এই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। তৃণমূল যে ব্যানার এবং হোর্ডিং ব্যবহার করছে, সেগুলি রাজ্য সরকার এবং পৌরসভার সম্পত্তি বলেও অভিযোগ করেছে বিজেপি।
ধূপরগুড়িকে মহকুমা করার কাজ চসছে বলে ২০২১ সালে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তুি মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিষেক তৃণমূল সাংসদ, তিনি কী করে ঘোষণা করতে পারেন, সেই নিয়ে গতকালই প্রশ্ন তোলেন বিরোধীরা। অভিষেকের ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তাঁর বক্তব্য, "অভিষেক আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তিনি এক্তিয়ার বহির্ভূত কথা বলেছেন। মুখ্যমন্ত্রী করবেন বলেও এখনও করেননি। ভোটের আগে এখন উনি বলছেন করবেন। আমরা আগেই অভিযোগ করেছি। এখন শুনছি, বিজেপি-ও করেছে। তৃণমূলই ধূপগুড়িকে মহকুমা করেনি। অথচ আচরণ বিধি লঙ্ঘন করা হল।"
রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "যে কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমন ঘোষণা করার কোনও অধিকার তাঁর নেই। কিন্তু দলটা তৃণমূল। যাঁর হাতে দলের উত্তরাধিকার, তিনি বাংলাকে নিজের বাংলা বলে মনে করেন। নির্বাচনেী প্রচারে যে ঘোষণা করেছেন, তাতে বিধিভঙ্গ হয়েছে। তাই অভিযোগ জানিয়েছি।" এ নিয়ে তৃণমূলের তকরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।