Kolkata Metro: সুখবর! ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু মার্চেই
Kolkata Metro: সূত্রের খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে।
![Kolkata Metro: সুখবর! ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু মার্চেই Kolkata Metro: East West Metro service from Phoolbagan to Sealdah to start in March Kolkata Metro: সুখবর! ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু মার্চেই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/cc59fd9fdbab5ba1c66b88a374359def_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শহরবাসীর জন্য সুখবর। মার্চেই (March) চালু হয়ে যাবে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা (East-West Metro Service)। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের পর্যালোচনা বৈঠকে।
সূত্রের খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হলে তারপরই চলবে মেট্রো।
সূত্রের তরফে আরও জানানো হয়েছে যে, মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর পথে একাধিক জটিলতার সৃষ্টি হয়। নিকাশি ও জলের পাইপ লাইনের কারণে মূলত এই জটিলতা তৈরি হয়েছে বলে খবর সূত্রের। ১৬ ফেব্রুয়ারি পুরসভার সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠক হবে।
গত মাসেই মিলেছে অগ্নি-সুরক্ষা (Fire Protection) সংক্রান্ত ছাড়পত্র। তখন থেকেই জল্পনা চলছিল, যে সেক্টর ফাইভ (Sec V) থেকে শিয়ালদা(Sealdah) পর্যন্ত মেট্রো (Metro) সফর কি এখন তবে কেবল সময়ের অপেক্ষা? সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন (Sealdah Station) চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের (Safety Commissioner) সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।
আরও পড়ুন: Budge Budge Municipality : বিরোধীহীন বজবজ, ভোটের আগেই পুরসভা তৃণমূলের দখলে
সল্টলেকের (Saltlake) সেক্টর ফাইভ (Sec V) থেকে ফুলবাগান (Phool Bagan) পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথে এখন মেট্রো (Metro) চলছে। সূত্রের খবর, যাত্রী কম হওয়ায় এই রুট ততটা লাভজনক নয়। শিয়ালদায় মেট্রো চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে। এখন অপেক্ষা কমিশনার অব রেলওয়ে সেফটির (Commissioner of Railway Safety) ছাড়পত্রের। তাহলেই প্রথমবার শিয়ালদা থেকে ছুটবে মেট্রো। অন্যদিকে, বৌবাজার বাড়ি ভেঙে যাওয়ার পর এখনও সেই অংশের কাজ শেষ করা যায়নি। সেই অংশের কাজ শেষ হলে তবেই শিয়ালদহ থেকে ধর্মতলা পাতাল পথে জুড়ে দেওয়া সম্ভব। আর তার পরেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, সম্পূর্ণ রুটে ট্রেন চালানো সম্ভব হবে। তবে তার জন্য যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, এমনই মত নির্মাণকারী আধিকারিকদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)