Kolkata Metro: কবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দরে গড়াবে মেট্রোর চাকা? জটে আটকে সম্প্রসারণ
Kolkata News: শুক্রবার, নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর, শিয়ালদা থেকে ধর্মতলা এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত- মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।

কলকাতা: অরেঞ্জ লাইনে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু করা যাচ্ছে না, তার কারণ, চিংড়িঘাটায় ৩৬৬ মিটার মেট্রোর লাইনে গার্ডার বসানো সম্ভব হয়নি। আর এনিয়েই তুঙ্গে উঠেছে তরজা। রাজনীতি করার অভিযোগ তুলছে বিজেপি।
শুক্রবার, নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর, শিয়ালদা থেকে ধর্মতলা এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত- মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। নিউ গড়িয়া-এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর এই লাইনকে বলা হচ্ছে অরেঞ্জ লাইন। এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। তার মধ্য়ে ৯ দশমিক ৮ কিলোমিটারে মেট্রো চালু হচ্ছে। সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু করা যাচ্ছে না, তার কারণ, চিংড়িঘাটায় ৩৬৬ মিটার মেট্রোর লাইনে গার্ডার বসানো সম্ভব হয়নি। পিলার তৈরি হয়েছে, কিন্তু, পিলারের নিচ দিয়ে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ বা ট্রাফিক ব্লক করেনি রাজ্য সরকার। তার ফলে, যার উপর দিয়ে মেট্রো যাবে, সেই গার্ডার বসানো যায়নি। এপ্রসঙ্গে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমরা রেড্ডি বলেন, "৬ মাস ধরে জোড়ার চেষ্টা করছি, রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না। আমরা বিকল্প রাস্তাও করে দিয়েছি, তাও দিচ্ছে না। বলেছি রাতে কাজ করব, তাও দিচ্ছে না, বলছি রাতে কাজ করব, তাও দিচ্ছে না।''
৩৬৬ মিটার মেট্রোর লাইনের কাজ শেষ না হওয়ায়, হাইকোর্টে মামলা হয়েছে। কী কারণে সমস্যা হচ্ছে, তা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, বেলেঘাটা স্টেশনের সামনে এখনও তৈরি হয়নি ফুট ওভারব্রিজ। জট কবে কাটে এখন সেদিকেই তাকিয়ে যাত্রীরা। আর এনিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "দক্ষিণ কলকাতার সঙ্গে এয়ারপোর্টের একটা সরাসরি যোগাযোগ হতে পারত, শুধুমাত্র রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটায় ৩০০ মিটার জায়গা, যেখানে ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, মেট্রো রেল সমস্ত ব্যবস্থা করে রেখেছে কানেক্টিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভাল থাকতে দিতে চান না। ৩০০ মিটার জায়গায় জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন।''
এদিকে আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বিকেল ৪টে নাগাদ, কলকাতা এয়ারপোর্টে নামবে নরেন্দ্র মোদির বিমান। সেখান থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে তিন সম্প্রসারিত লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টে ৩৫ নাগাদ, এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে। প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। বিকেল ৪টে ৪৫ নাগাদ, সড়কপথে দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৫টা ২৫ নাগাদ, এরপর মাঠের আরেক অংশে, বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। এরপর ৬টা ৩০ নাগাদ দিল্লির উদ্দেশে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা হবেন তিনি।






















