Bikash on Partha: পার্থকে অন্য কোথাও রাখা হোক, SSKM-এ প্রভাবিত করার চেষ্টা চলছে: বিকাশরঞ্জন
Bikash Ranjan on Partha:'পার্থকে 'SSKM - এ রাখা মানে মামলাকে প্রভাবিত করা হতে পারে', বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য।
কলকাতাঃ রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মূলত পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার অভিযান চালায় ইডি। প্রায় একদিন ধরে চলে জিজ্ঞাসাবাদ। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। যোগ সূত্র পেতেই এরপরেই পার্থকে গ্রেফতার করে ইডি। এদিকে এর মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালতের নির্দেশে তাঁকে SSKM - এ ভর্তি করা হয়। পার্থকে SSKM - এ রাখা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম সাংসদ- আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তিনি বলেন, পার্থকে 'SSKM - এ রাখা মানে মামলাকে প্রভাবিত করা হতে পারে।'
খুবই সঙ্গত কারণে আপত্তি জানানোর কথা বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, 'তার কারণ এত বড় একটা দুর্নীতি। একজনের বাড়ি থেকে এতগুলি টাকা ক্যাশ পাওয়া গিয়েছে, এত টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে। যেখানে একজন মন্ত্রী যুক্ত। তাই SSKM - এ চিকিৎসায় রাখা মানে হচ্ছে যে, মামলাকে প্রভাবিত করা হতে পারে। এবং হয়ও।এবং ইডি-কেও এই সমস্ত বিষয়ে তৎপর হতে হবে। তবেই তদন্ত ঠিক মতো এগোবে। সেক্ষেত্রে ইডি কোন পথে এগোতে পারে ? এই প্রশ্নের উত্তরে সিপিএম সাংসদ বলেন, পার্থকে পশ্চিমবঙ্গ সরকারের হাসপাতলে রাখা মানে, প্রশয় দেওয়া। মামলায় প্রভাবিত করার চেষ্টা করা হবে। তাই অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাসপাতালে তাঁকে রাখা হোক। '
আরও পড়ুন,পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল SSKM
তিনি আরও বলেন, 'এসএসকেম অপরাধীদের প্রকৃতপক্ষে একটা আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে ইডি-র যুক্তি কী হতে পারে ? এই প্রশ্নের উত্তরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত, তিনি 'SSKM - এ থাকলে, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এবং সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা চলছেও , এনিয়ে তো কোনও সন্দেহ নেই।' প্রসঙ্গত, এই একই অভিযোগ তুলে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়ে ইডি। ইডি-র দাবি, SSKM - এ নয়, কম্যান্ড হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা করা হোক। এনিয়ে ইতিমধ্যেই প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে ইডি।