Howrah: শিক্ষায় বেসরকারিকরণের প্রতিবাদে অভিনব বিক্ষোভ গঙ্গার ঘাটে
Howrah: আজ সকালে শিক্ষক-শিক্ষিকারা হাওড়া ব্রিজ লাগোয়া চাঁদমারি গঙ্গা ঘাটে শিক্ষায় বেসরকারিকরণের প্রতিবাদে তর্পণ করেন। শিক্ষকরা গামছা পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে গঙ্গায় নামেন।
সুনীত হালদার, হাওড়া: শিক্ষায় বেসরকারিকরণের প্রতিবাদে এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকা এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টদের গঙ্গা ঘাটে অভিনব বিক্ষোভ। আজ সকালে শিক্ষক-শিক্ষিকারা হাওড়া ব্রিজ লাগোয়া চাঁদমারি গঙ্গা ঘাটে শিক্ষায় বেসরকারিকরণের প্রতিবাদে তর্পণ করেন। শিক্ষকরা গামছা পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে গঙ্গায় নামেন। পুরোহিতের সঙ্গে মন্ত্র উচ্চারণ করেন। তাঁরা স্লোগান দেন বেসরকারিকরণ নিপাত যাক। ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, তাঁরা ২০১৩ সাল থেকে কারিগরি শিক্ষায় বেসরকারি এজেন্সির অধীনে চুক্তিভিত্তিক শিক্ষকতা করছেন। তাঁরা সরকারি স্কুলে শিক্ষকতা করলেও বেসরকারি এজেন্সি তাদের মাইনে দেয়। কিন্তু তাঁরা কখনও নির্দিষ্ট সময়ে বেতনের টাকা হাতে পান না। বেতনও অনেক কম। তাঁরা চাকরিতে নিরাপত্তাহীনতার পাশাপাশি সব রকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই ৬০ বছর পর্যন্ত চাকরিতে নিরাপত্তা এবং চাকরির সরকারিকরণের দাবিতে তাঁরা বিক্ষোভে সামিল হন এদিন।
এদিকে রাজ্যের অন্যপ্রান্তে এদিন একাধিক দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। দাবি না মিটলে পুজোর আগেই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও সরকার যা-ই দেয় তাই দেওয়া হয়, এর বেশি দেওয়া সম্ভব নয় বলে সাফাই দিয়েছেন মেয়র।
দুর্গাপুর নগর নিগমে ৪৩টি ওয়ার্ডে প্রায় ১৮০০ অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। অভিযোগ, সরকার নির্ধারিত ৩৪২ টাকা করে তাঁরা পাচ্ছেন না। পাচ্ছেন মাত্র ১৪৪ টাকা। যে টাকায় আর সংসার চলছে না তাঁদের। এছাড়াও মিলছে না সরকারি অনেক সুযোগ সুবিধা।
গত ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই দাবিগুলির সমর্থনে তাঁরা শহর জুড়ে কর্মবিরতি শুরু করেছিলেন। কিন্তু মেয়রের আশ্বাসে সেই কর্মবিরতি তাঁরা তুলে নিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার এই দাবিতে দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন নগর নিগমের সাফাই কর্মীরা। যতক্ষণ না তাঁদের দাবি মিটছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: লখিমপুর খেরির সঙ্গে বাংলার ভোট পরবর্তী হিংসার তুলনা হয় না, দাবি কেন্দ্রীমন্ত্রীর