Ultadanga Flyover: উল্টোডাঙা উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল, আতঙ্কে যাত্রীরা
উড়ালপুলের একাংশ দুর্বল হয়ে পড়ায় ৪টি পিলার বসানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পরেও কীভাবে ফাটল ধরল? প্রশ্ন আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের।
কলকাতা: আতঙ্ক বাড়িয়ে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga Flyover) একাধিক জায়গায় ধরা পড়ল ফাটল। উড়ালপুলের দু’দিকের লেনে একাধিক পিলারে ফাটল ধরা পড়ে। সকালে ঘটনাস্থলে যান KMDA ইঞ্জিনিয়াররা। এর আগে গত বছরের নভেম্বরে যান চলাচল বন্ধ রেখে উল্টোডাঙা উড়ালপুলের (Ultadanga Flyover) ভারবহন ক্ষমতা ও স্বাস্থ্য পরীক্ষা করে KMDA। উড়ালপুলের একাংশ দুর্বল হয়ে পড়ায় ৪টি পিলার বসানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পরেও কীভাবে ফাটল ধরল? প্রশ্ন আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের।
View this post on Instagram
গত বছর নভেম্বরে স্বাস্থ্য পরীক্ষা হয় উল্টোডাঙা (Ultadanga Bridge) উড়ালপুলের। গত ১৮ নভেম্বর থেকে বন্ধ করা হয় উল্টোডাঙা (Ultadanga Bridge) উড়ালপুলের কলকাতামুখী লেন। এদিন সকাল ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। কেএমডিএ-র (KMDA) তরফে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হয়। উল্টোডাঙা উড়ালপুল (Ultadanga Flyover) বন্ধ থাকায় তৈরি হয় যানজট। এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা হাডকো মোড় দিয়ে ঘোরানো হয়। ইএম বাইপাসমুখী (Bypass) গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নীচ দিয়ে। শহরের অন্যতম ব্যস্ত পথ বন্ধ থাকায় যাত্রী ভোগান্তির আশঙ্কা বাড়ছে।
বিপদ এড়াতে শহরের একাধিক উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সময়ে সময়ে বন্ধ থেকেছে যান চলাচল। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পরেও কেন ফাটল তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, থাকছে প্রাণ সংশয়ের ভয়ও।