Kunal on Abhishek:অভিষেককে CBI নোটিসের ইস্য়ুতে কী প্রতিক্রিয়া কুণালের ?
Kunal on Abhishek CBI Notice: সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেককে নোটিস দিয়েছে সিবিআই, কী প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ ?

কলকাতা: অভিষেককে সিবিআইয়ের (CBI) নোটিসের ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। মূলত সুপ্রিম কোর্টের (Supreme Court) স্বস্তির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) দিয়েছে সিবিআই (CBI)। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এই ইস্যুতেই ট্য়ুইট করার পাশাপাশি মুখ খুলেছেন কুণাল ঘোষ।
এদিন কুণাল ঘোষ বলেন, 'অন্য কোনও মামলার কোনও সম্পর্ক নেই। অন্য কোনও অভিযোগের কোনও সম্পর্ক নেই। সিবিআই-র নিজস্ব তদন্তের স্বার্থে, ডাকার কোনও সম্পর্ক নেই। এই নোটিশটি শুধুমাত্র, ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্ট, যে অর্ডারটি দিয়েছিল', এই অবধি বলে কুণাল ঘোষ স্পষ্ট করেন,' ব্রাকেটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাক্তিগত উইসলিস্ট, তো সেটির কমপ্লায়েন্সে, এই নোটিশটি দেওয়া হয়েছে। এবং যেহেতু আজ সকালেই সুপ্রিম কোর্ট, এই প্রসেসটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন, ফলে এই নোটিশটি কার্যত এই মুহূর্তে, কোনও আইনি বৈধতা, বা সেটি মানার যে বাধ্যবাধ্যকতা, তার কোনও জায়গা আর নেই।'
The notice to AB is not for any investigation on behalf of CBI, but only as compliance to HC order dated 13/4, which has been already ordered stay by Supreme Court.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 17, 2023
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানাচ্ছেন, এই নোটিসে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে। শীর্ষ আদালত এদিন যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তার পর এই নোটিসের মানে কী, প্রশ্ন তুলছেন আইনজীবীরা। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। মূলত এদিন সকাল ১০.৩০টাতেই তাঁকে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর দুপুর ১.৪৫-এই নোটিস জারি করে সিবিআই। স্থগিতাদেশ সত্ত্বেও এই নোটিস কোর্টের নির্দেশের পরিপন্থী, দাবি অভিষেকের পক্ষের আইনজীবীর। এই নিয়ে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক, খবর সূত্রের।
আরও পড়ুন, 'তিহাড় যাওয়ার লাইন পড়ে গেছে', অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর
সোমবার সকালেই সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।






















