![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madhyamik Result 2023: কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী
Bratya Basu On Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্ট আশা করছি দিন দশকের মধ্যে বেরিয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
![Madhyamik Result 2023: কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী Madhyamik Result 2023 Education Minister Bratya Basu said result will publish within 10 days Madhyamik Result 2023: কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/0da1e70b8e9852c6fa1c67a0a2694856168368707917151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মাধ্যমিকের রেজাল্ট আশা করছি দিন দশকের মধ্যে বেরিয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার মাধ্য়মিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ।
গত ৪ মার্চ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। ইংরেজি পরীক্ষা (English Examination) শুরুর পর প্রশ্নপত্রের ৩টি পাতা বাইরে বেরিয়ে যাওয়ার ঘটনায অন্তর্ঘাতের অভিযোগ তোলেন পর্ষদ (WBBSE) সভাপতি। তাঁর আশ্বাস, অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপারের অভাবে কোনও পরীক্ষার্থীর রেজাল্ট প্রভাবিত হবে না। মে মাসে হবে মাধ্যমিকের ফল প্রকাশ।
বজ্র আঁটুনির মধ্যেও থেকে ফস্কা গেরো! এবারও অভিযোগ ওঠে, প্রশ্নপত্রের ছবি বাইরে বেরিয়ে যাওয়ার। মাধ্যমিকের (Madhyamik 2023) দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শুরুর পর, প্রশ্নপত্রের ৩টি পাতার ছবি ট্যুইট করে, সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবি করেন, প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় (Social Media) ঘুরে বেড়াচ্ছে। বিজেপি (BJP) রাজ্য় সভাপতির পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। ওই দিনই ঘটনার নেপথ্য পরিকল্পিত অন্তর্ঘাতের অভিযোগ তুলে বিবৃতি দেন মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, পরীক্ষার হল থেকে যে ছবি তুলে একটা অপচেষ্টা চলে। প্রশ্ন ফাঁস ঘটনা sabotage। বলার পরই বন্ধ হয়ে গেছে।
অঙ্ক পরীক্ষায় ১৫ নম্বর প্রশ্নে গ্রাফ করতে দেওয়া হলেও ওইদিন কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌছয়নি গ্রাফ পেপার (Graph Paper )। প্রশ্নের মুখে পড়ে পর্ষদ । পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার খাতাতেই ছক কেটে দিতে হবে উত্তর। উত্তর মিললেই দেওয়া হবে পুরো নম্বর। এদিন পর্ষদের আশ্বাস এই ঘটনায় কারও রেজাল্ট প্রভাবিত হবে না । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, 'প্রতিটা কেন্দ্রে জানিয়েছিলাম ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে না । অঙ্ক ঠিক করলে। গ্রাফ পেপারের অভাবে রেজাল্ট প্রভাবিত হবে না। প্রাথমিক রিপোর্ট পেয়েছি।'এবছর পরীক্ষার হলে ৯ টি মোবাইল ফোন ধরা পড়েছে । আলিপুরদুয়ারের ৩ টি ও হুগলির ১টি স্কুলে সামনে এসেছে পরীক্ষার পর ভাঙচুরের ঘটনা । এবছর ৪১ হাজার পরীক্ষক খাতা দেখেছেনন ।
আরও পড়ুন: Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)