Kolkata: মাদ্রাসায় ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ তুলল মাদ্রাসা শিক্ষক সংগঠনই
Kolkata News: রাজ্যের বিভিন্ন মাদ্রাসার ৫৩৭ জন শিক্ষক সম্প্রতি অভিযোগ করেন, ২০১৬ সাল থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে বকেয়া বেতন চেয়ে মামলাও করেন তাঁরা।

সঞ্চয়ন মিত্র ও দীপক ঘোষ, কলকাতা: রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় (Madrasah) রয়েছে প্রচুর ভুয়ো শিক্ষক (Fake Teachers)। অসাধু ম্যানেজিং কমিটির দ্বারা ব্যাকডেটে তাঁদের নিয়োগ করা হয়েছে। এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল মাদ্রাসা শিক্ষকদের সংগঠন।
মাদ্রাসায় ভুয়ো শিক্ষক?
নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যে চলছে তোলপাড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, সকলেই এখন শ্রীঘরে। এই প্রেক্ষাপটে এবার রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে প্রচুর ভূতুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের মারাত্মক অভিযোগ উঠল। ভূতুড়ে শিক্ষক থাকার অভিযোগ তুলল খোদ মাদ্রাসার শিক্ষকদের সংগঠনই!
বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সভাপতি ইসরারুল হক মণ্ডলের দাবি, 'মাদ্রাসাতে কীভাবে কাজ না করে, ২০১৫ সাল থেকে তাঁরা পড়াশোনা করাতে আসে না, অথচ সুপ্রিম কোর্টে তাঁরা বলছে আমরা কাজ করি? তাঁদের নিয়মিত আসার কোনও প্রমাণ নেই। এদিকে এক একজন তাঁরা প্রায় ৩৭ লক্ষ টাকা করে বেতনের দাবি করেছেন। আর সেই টাকাটা অবৈধভাবে তছরুপের একটি প্রক্রিয়া চলছে।'
রাজ্যের বিভিন্ন মাদ্রাসার ৫৩৭ জন শিক্ষক সম্প্রতি অভিযোগ করেন, ২০১৬ সাল থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে বকেয়া বেতন চেয়ে মামলাও করেন তাঁরা। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ আদালতে। তার আগে এদিন মাদ্রাসার শিক্ষকদের সংগঠনের অভিযোগ করে, অভিযোগকারীদের অনেকেই ভুয়ো শিক্ষক। বিভিন্ন মাদ্রাসার ম্যানেজিং কমিটি ব্যাকডেটে তাঁদের নিয়োগ করেছে। সূত্রের খবর, ৫৩৭ জনকে এখন বকেয়া বেতন দিতে গেলে প্রায় ১৯২ কোটি টাকা খরচ হবে সরকারের।
বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সম্পাদক রবিউল ইসলাম বলেন, '২০১৮ সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রেকমেন্ডেড শিক্ষক বর্তমানে চাকরি করছে এবং সরকারি নিয়মেই সেই অ্যাপ্রুভাল হয়েছে। ম্যানেজিং কমিটি, ২০১৬ সালে ব্যাকডেট দিয়ে ওই একই পোস্টে শিক্ষক নিয়োগ দেখাচ্ছে। গোটা নিয়োগের তো একটা পদ্ধতি হয়। তারা কোথাও কোনওদিন না গিয়ে সরসারি সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরা এতদিন ধরে চাকরি করছি কিন্তু কোনও বেতন হয়নি।'
আরও পড়ুন: BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ৮ বিজেপি কর্মী জামিন মঞ্জুর, বাকিদের জামিন খারিজ
মাদ্রাসায় ভুয়ো শিক্ষক, শিক্ষাকর্মী?
মাদ্রাসায় রয়েছেন ভুয়ো শিক্ষক, শিক্ষাকর্মী? এমনই চাঞ্চল্যকর অভিযোগ মাদ্রাসার শিক্ষক সংগঠনের। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী গোলাম রব্বানি বলেন, 'সবটা বিচারাধীন বিষয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ করব।'
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'গত ১২ বছরে যত পরীক্ষা হয়েছে সর্বত্র পদে পদে দুর্নীতি হয়েছে।'
যদিও বেতন পাননি বলে দাবি জানানো মাদ্রাসার শিক্ষক ও মামলাকারীদের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।






















