Maheshtala Accident : তারকেশ্বর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, সম্প্রীতি উড়ালপুলে উল্টো গেল পুণ্যার্থী বোঝাই গাড়ি
সম্প্রীতি উড়ালপুলে টায়ার ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২৫ জন পুণ্যার্থী ছিলেন।
পার্থ প্রতিম ঘোষ , কলকাতা : সাতসকালে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা ( Flyover Accident ) । গাড়ি উল্টে আহত হলেন ১০-১২ জন। আহতদের মধ্যে ৬ জনকে ভর্তি করা হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে।
তারকেশ্বরে তীর্থ করতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা
পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৮টা নাগাদ গাড়িটি পুণ্যার্থীদের নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বুরুল থেকে তারকেশ্বর ( Tarakeswar ) যচ্ছিল। সম্প্রীতি উড়ালপুলে টায়ার ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২৫ জন পুণ্যার্থী ছিলেন।
দুর্ঘটনা কালিকাপুরেও
বৃষ্টিভেজা রাস্তায় ব্রেক কষতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছোট গাড়ি। ই এম বাইপাসে ( E M Bypass Accident ) কালিকাপুর মোড়ের কাছে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে খবর। গাড়ির গতি নির্ধারিত মাত্রার বেশি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন :
' বাঁচতে পারবেন না, জেলে পার্থ অপেক্ষায়', অনুব্রতকে কটাক্ষ সুকান্তর
মঙ্গলবারই রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস-অটোর ভয়াবহ সংঘর্ষ হয়। প্রাণ যায় অটোর চালক ও ৮ মহিলা যাত্রীর। বেপোরোয়া গতির জন্যই কি দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছে রাজ্য ও কেন্দ্র। রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। আচমকা তেলডা মোড়ের কাছে, উল্টোদিক থেকে আসা যাত্রীবোঝাই অটোটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাকিদের মৃত ঘোষণা করা হয়।