Malda News: বিবাদের জেরে কুপিয়ে খুন স্ত্রীকে, পলাতক স্বামী
Malda News Update: পারিবারিক বিবাদ। প্রায়শই নানা কারণে ঝগড়া হতো। সেই কারণেই স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
![Malda News: বিবাদের জেরে কুপিয়ে খুন স্ত্রীকে, পলাতক স্বামী malda news, husband stabs wife to death, husband fugitive Malda News: বিবাদের জেরে কুপিয়ে খুন স্ত্রীকে, পলাতক স্বামী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/12/5b2ab89bd37151d01d6cce3e7c7991ea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, চাঁচল: পারিবারিক বিবাদ। প্রায়শই নানা কারণে ঝগড়া হতো। সেই কারণেই স্ত্রীকে নৃশংসভাবে খুনের (murder) অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মালদহের চাঁচল থানার নতুন কান্ডারন এলাকার ঘটনা। শনিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে।
নিহত মহিলার নাম শুকতারা বিবি। বয়স বছর চল্লিশের আশেপাশে। তাঁকে খুনে অভিযুক্ত স্বামী সেরাজুল হক। ঘটনার পর থেকেই অভিযুক্ত বেপাত্তা বলে জানিয়েছে পুলিশ। সেরাজুলের খোঁজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায়শই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ঝগড়ার কারণ কী? স্থানীয়দের একটি অংশ জানাচ্ছেন, ওই দম্পতির চার সন্তান। তিন ছেলে এবং এক মেয়ে। মেয়ে নাবালিকা। ছেলেরা বাইরে কাজ করেন। তাদের সাহায্যে এবং নিজের কাজ করে শুকতারা বিবিই মূলত সংসার চালাতেন। স্থানীয়দের একটি অংশের দাবি, সেরাজুল হক কোনও কাজ করত না। মূলত তা নিয়েই ঝামেলা চলত।
শনিবার ভোর পাঁচটা নাগাদ পড়শিদের ঘরে ঘরে গিয়ে ডেকে তোলে ওই দম্পতির নাবালিকা মেয়ে। পড়শিদের দাবি, মেয়ে জানায় তার বাবা মাকে মারছে। তা শুনেই দৌড়ে যান পড়শিরা। তাদের দাবি, যাওয়ার পর শোওয়ার ঘরেই শুকতারা বিবির রক্তাক্ত দেহ দেখেন তাঁরা। পুলিশে খবর দেওয়া হয়। তারাই এসে মালদহ মেডিক্যাল কলেজে (malda medical college) ময়নাতদন্তের জন্য দেহ পাঠায়। পুলিশ জানিয়েছে, কী কারণে এমন ঘটনা? হামলার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কয়েকদিন আগেই নারী দিবস ছিল। রাজ্যজুড়ে নানা জায়গায় পালন করা হয়েছে নারী দিবসের নানা অনুষ্ঠান। নারীদের অধিকার নিয়ে সচেতনতা ছড়াতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কিন্তু আদতে নারীদের অবস্থা ঠিক কী রকম? চাঁচলের ঘটনা যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
আরও পড়ুন: চাষের জমি থেকে উদ্ধার হাতির দেহ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে সন্দেহ
আরও পড়ুন: কাকভোরে শহরে ফের আগুন, ভস্মীভূত গেস্টহাউসের ১১টি ঘর, মৃত ১, আহত ২ বাংলাদেশি নাগরিক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)