Malda News: মায়ের হাত ধরে কত কিছু দেখার ছিল, মালদায় বোমা বিস্ফোরণে আক্রান্ত ২ নাবালক ! নেওয়া হল হাসপাতালে..
Malda Bomb Blast : বিস্ফোরণে ফের আক্রান্ত শৈশব, কেন কীভাবে হল এই বোমা বিস্ফোরণ, তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ

মালদা: মালদায় ফের বোমা বিস্ফোরণে জখম দুই নাবালক। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার চাঁদমুনি এলাকায়। গুরুতর জখম দুই নাবালক। তাঁদের মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। কেন কীভাবে হল এই বোমা বিস্ফোরণ, তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।
বিস্ফোরণে ফের আক্রান্ত শৈশব
যে বয়সটায় ম্যাজিক-মিকিমাউজ-মালগাড়ি দেখে সময় কাটানোর কথা ছিল, সেই শৈশবটাতেই ফের আঘাত হানল বোমা বিস্ফোরণ। বোমাকে বল ভেবে খেলার মর্মান্তিক উদাহরণ এরাজ্য দেখেছে । অতীতে একাধিকবার বল কুড়োতে ভুল করে বোমাকেই বল ভেবে বিস্ফোরণের শিকার হয়েছে ক্ষুদের দল। বিস্ফোরণে একাধিকবার আক্রান্ত শৈশব। অতীতে একাধিকবার কখনও বা অজান্তেই কচি হাত ছুঁয়ে গিয়েছে মৃত্যুবাণ। জানুয়ারির শুরুতেই, এই মালদা জেলাতেই বোমা ফেটে আক্রান্ত হয়েছিল দুই শিশু। এইবার ফের মালদায় বিস্ফোরণের ঘটনা ঘটল।
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম
সম্প্রতি বোমাবিদ্ধ হয়েছিল শৈশব মুর্শিদাবাদের লালগোলায়। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হয়েছিল ২ স্কুলপড়ুয়া। গুরুতর জখম হয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্রী ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। পরিত্যক্ত বাড়িতে কীভাবে এসেছিল বোমা? তদন্তে নেমেছিল পুলিশ। লালগোলা থানার নসীপুর দিয়ার এলাকায় পরিতক্ত বাড়িতে রাখা ছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল ওই দুই ছাত্র- ছাত্রী।
ওই স্থানে কী কারণে রাখা ছিল বোমা ?
এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল লালগোলা থানার পুলিশকে। পুলিশ ওই ছাত্রছাত্রীকে উদ্ধার করেছিল। চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। যদিও জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছিল। ওই স্থানে কী কারণে রাখা ছিল বোমা ? তদন্ত নেমেছিল লালগোলা থানা পুলিশ।
আরও পড়ুন, যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি, SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম
গত বছর পূর্ব মেদিনীপুরে খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী। প্রতিবারের মতো সেবারও প্রশাসনের তরফে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল কোলাঘাটের বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ফিরল এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে ঝলসে ১১ জনের মৃত্য়ুর ভয়াবহ স্মৃতি।






















