Mamata Banerjee: ‘মুখ্যমন্ত্রীর হদয়ে শিল্প’, খড়গপুরে দ্বিতীয় প্রকল্পের উদ্বোধনে মমতার প্রশংসা টাটার, কটাক্ষ দিলীপের
Tata Group: বক্তৃতা করতে উঠে মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন টাটা অধিকার্তারাও।
আশাবুল হোসেন, খড়গপুর: সিঙ্গুর অধ্যায় এখন অতীত (Singur)। বরং একই মঞ্চে পাশাপাশি সহাবস্থান। বৃহস্পতিবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল খড়গপুর (Kharagpur)। সেখানে একই মঞ্চে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) এবং টাটা গোষ্ঠীর কর্তাদের (TATA)। এমনকি তিক্ততা ভুলে কাছাকাছি আসতে দেখা গেল তাঁদের।
টাটা মেটালিক্সের দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করলেন মমতা
বৃহস্পতিবার খড়গপুরে টাটা মেটালিক্সের দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করলেন মমতা। সেখানে তিনি জানান, টাটা মেটালিক্স (Tata Metaliks) ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাতে স্থানীয় ছেলেমেয়েদের চাকরি হবে। মমতা বলেন, "টাটা মেটালিক্স এখানে আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগ করল। মানে আরও ১ হাজার লোকাল ছেলের চাকরি হবে।"
বক্তৃতা করতে উঠে মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন টাটা অধিকার্তারাও। অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন টাটা নেটালিক্সের ডিরেক্টর সঞ্জীব পল। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় শিল্পের কাছাকাছি রয়েছে।’’ কত উৎপাদন হবে, তাতে রাজ্যের কাছ থেকে কী কী সাহায্য় পেয়েছেন, তারও উল্লেখ করেন তিনি।
এ দিন মমতা আরও বলেন, ‘‘টাটা মেটালিক্সের আরও ৬০০ কোটি টাকার প্রজেক্ট। অলরেডি ছিল। আর একটা নতুন করে করলেন। এর ফলে এখানে লোকাল ছেলেমেয়েরা হাজার খানেক চাকরিও পাবেন। এই যে শিল্পগুলি হচ্ছে, আপনাদের বাইরে খোঁজার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই।"
মমতা আরও বলেন, "আমাকে মুখ্যসচিব বলেছেন, চেন্নাইয়ে নিয়ে গিয়ে ৫০০ মেয়েকে মোবাইল ফ্যাক্টরি প্রশিক্ষণ দেবে, নিয়ে এলে এখানে চাকরির ব্যবস্থা। কারা কারা যেতে চান, ডিএম-এর কাছে নাম লেখান। ডিএম-কেও জানান।" মমতা জানিয়েছেন, আগামী দিনে মূল লক্ষ্য কর্মসংস্থান। আগামী চার-পাঁচ বছরে বাংলাকে কংর্মসংস্থানে এক নম্বরে নিয়ে যাবেনই তিনি।
শিল্প নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের
একই সঙ্গে বাংলায় শিল্প ও কর্মসংস্থানে বিরোধীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "দেউচা পাঁচামিতে বাধা। এখানে চাকরি পেলে রাজনীতি করবে কী করে, তাই গন্ডগোল করছে। মালদা এয়ারপোর্ট করছি, বালুরঘাট, কোচবিহারেও করছি। অনেক এগোচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিচ্ছে না। আগামীদিনে পুরুলিয়ায় বিমানবন্দরের লক্ষ্য রয়েছে। তাজপুরে বন্দর হচ্ছে, সব মিলিয়ে বন্দর হচ্ছে।"
তবে মমতাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, "যে টাটাকে তাড়ানো হল, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, তারা আর চাইবে লগ্নি করতে? টাটারা চাইছে, যে ব্যবসাটা চলছে, সেটা কোনওরকমে চলুক।"