(Source: ECI/ABP News/ABP Majha)
Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যের একদিনের রক্ষাকবচ সুপ্রিম কোর্টের, কাল পর্যন্ত গ্রেফতারি নয়.
Manik Bhattacharya Update: অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে নষ্ট করা হয়েছিল ওএমআর শিট। বাছাই করা সংস্থাকে নষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের।
কলকাতা: সুপ্রিম কোর্টে (Suprim Court) মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) একদিনের রক্ষাকবচ। কাল পর্যন্ত গ্রেফতারির (Arrest) মতো কোনও কড়া পদক্ষেপ নয়। মানিককে একদিনের রক্ষাকবচ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী কাল সুপ্রিম কোর্টে ফের মানিক ভট্টাচার্যের আবেদনের শুনানি। নিয়োগে দুর্নীতি মামলায় মানিককে হাজিরার ডেডলাইন দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। রাত ৮টার মধ্যে মানিককে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের। সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের। ওএমআর শিট নষ্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে নষ্ট করা হয়েছিল ওএমআর শিট। বাছাই করা সংস্থাকে নষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের।
‘দায়িত্বপ্রাপ্ত সংস্থার ভূমিকা খতিয়ে দেখবে সিবিআই। ২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কার কার ওএমআর শিট নষ্ট? আইন মেনে ওএমআর শিট নষ্ট কিনা, দেখাতে পারেনি পর্ষদ। ওএমআর শিট নষ্টের সময় পর্ষদের কোনও আধিকারিক ছিলেন না। রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শিট নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক ও ঢিলেঢালা’
সাংবিধানিক সংস্থার কাছে এই ভূমিকা প্রত্যাশিত নয়, রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। এফআইআর দায়ের করবে সিবিআই। সিবিআইকে অনেকে খাঁচাবন্দি তোতাপাখি বলতে পারেন। কিন্তু দিনের শেষে কোনও না কোনও সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আদালতে তদন্তকারীদের নাম জানান। সিবিআইয়ের অধিকর্তাকে বলব, নাম দেওয়ার জন্য, পর্যবেক্ষণ হাইকোর্টের।
নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের যোগসূত্রের কথা বলেছে ED। চার্জশিটে বলা হয়েছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে পার্থ চট্টোপাধ্যায়কে মেসেজ করেন তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি। সেখানে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেসরকারি বি এড কলেজ থেকে টাকা তোলা, হুমকি দেওয়া, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ ছাড়া নদিয়ার TET’এর মাস্টার শিট চেয়ে চেয়ারম্যানকে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়। চার্জশিটে আরও বলা হয়েছে, মানিকের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে তাঁকেই অভিযোগ সম্বলিত মেসেজটি পাঠান প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যেই CBI ও ED দু’ই কেন্দ্রীয় সংস্থাই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে। লুক আউট নোটিসও জারি করেছে সিবিআই।
আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে থালা বাজিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ