Midnapur News: মত্ত অবস্থায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি, ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ জনের
স্থানীয় সূত্রে খবর, গতকাল মেদিনীপুর শহরে হাতিহলকা এলাকা থেকে কয়েকজন কংসাবতীর পাড়ে পিকনিক করতে যান। রেল সূত্রে খবর, পিকনিক চলাকালীন তিনজন মত্ত অবস্থায় রেল সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন।
অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: ফের অসচেতনতার বলি ২ । পিকনিক (Picnic) করতে গিয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। স্থানীয় সূত্রে খবর, গতকাল মেদিনীপুর শহরে হাতিহলকা এলাকা থেকে কয়েকজন কংসাবতীর পাড়ে পিকনিক করতে যান।
রেল সূত্রে খবর, পিকনিক চলাকালীন তিনজন মত্ত অবস্থায় রেল সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেইসময় লোকাল ট্রেনের (Local Train) ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাক আলি খান ও আবির গায়েন নামে দুই ব্যক্তির। এই ঘটনায় রেলের নজরদারি ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা এড়াতে ও সচেতনতা বাড়াতে তাদের তরফে নিয়মিত প্রচার চালানো হয়।
এর আগেও একাধিকবার এমন অসেচতনতার ছবি প্রকাশ্যে এসেছে। সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যায় তরুণ। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। দুপুরে ৩ বন্ধু ঝিল পাড়ে বসেছিল। সেলফি তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে জলে পড়ে যায় তিলজলার তরুণ।
দুই বন্ধু তাঁকে বাঁচাবার চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি। জানা গিয়েছে, বাবাই দাস নামে ওই যুবক তিলজলার বাসিন্দা। মল্লিকপুরে তাঁর আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। রবিবার সকালে আখনা ঝিল পাড়ে এসে সেলফি তোলার সময়েই বিপত্তি ঘটে।
ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। দীর্ঘক্ষণ খোঁজ চালানোর পর স্থানীয়দের চেষ্টাতেই উদ্ধার হয়েছে তরুণের দেহ।
তার আগে ভিডিও শ্যুট করতে গিয়ে বিপত্তি ঘটেছিল ভদ্রেশ্বরে। একাদশীর দিন ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে। মৃতের নাম ধীরাজ পটেল (১৬)। সে ভদ্রেশ্বর ঝুপড়ির বাসিন্দা।