Humayun Kabir: 'বারুইপুরে তৃণমূল ট্রেলার দেখিয়েছে, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', ফের শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের
TMC News: সম্প্রতি, তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা, হুমকি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

উজ্জ্বল মুখোপাধ্যায়, ভরতপুর : বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে উদ্দেশ্য করে চলছে হুমকি-পাল্টা হুমকি, চমকি-ধমকি সবই। এই আবহেই সম্প্রতি হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে জড়ান শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর। ফের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', বলে হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তা-ই নয়, 'শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ' বলেও কটাক্ষ করেন তিনি।
হুমায়ুনের কথায়, "বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বা তাঁর বিধানসভায় গিয়ে তাঁর বিরুদ্ধে জনমত তৈরি করার উদ্দেশ্য নিয়ে যেটা গিয়েছিল...সেটা সম্পূর্ণ সুপার ফ্লপ হয়েছে। বারুইপুরে যাঁরা তৃণমূল কংগ্রেসের সদস্য তাঁরা তাঁকে ওইদিন ট্রেলার দেখিয়েছে। আমি মনে করি, বারুইপুরে তৃণমূল কংগ্রেসে নেতৃবর্গকে আমার অত্যন্ত ধন্যবাদ জানাই। অভিনন্দন জানাই। শুভেন্দুর মতো এধরনের একটা আস্ফালন করা ব্যক্তি যিনি ৩৫টি গাড়ির কনভয় নিয়ে , প্রায় ৪০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি বারুইপুরে ঢুকেছিলেন। তাঁকে যে ট্রেলার দেখিয়েছে, আগামী মুর্শিদাবাদে যেদিন ঢুকবে সেদিন মূল যে নাটক মঞ্চস্থ হওয়ার ...সেটা সেদিন উনি জবাব পাবেন। শুভেন্দু অধিকারীকে আসল পিকচার দেখানো হবে। উনি ১৩ এপ্রিল যাবেন বলেছেন। তারিখ যেন উনি নির্ধারণ করেন। তিনি যেন যান। যেন ভয়ে প্রোগ্রাম বাতিল না করেন। সেটাই বলব। তারপর গেলে উনি মুর্শিদাবাদ থেকে আসল নাটক ওঁর বিরুদ্ধে মঞ্চস্থ করা হবে।"
সম্প্রতি, তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা, হুমকি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, '৭২ ঘণ্টার মধ্যে উনি যদি ক্ষমা না চান তাহলে আমি ঠুসে দেব।' দল শোকজ করার পরও হুমায়ুন বারবার বলেন, আগে জাতিসত্ত্বাও, তারপর তৃণমূল! শেষপর্যন্ত গত মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় শোভনদেব চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ করেন হুমায়ুন কবীর। তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় বলেন, "নেত্রী কতগুলো নির্দেশ দিয়েছেন, আমরা সেগুলো মেনে চলছি এখনও। এটা ওঁকে বুঝিয়ে বলা হল যে, তুমি এর বাইরে নও, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে তার অভিব্যক্তির জায়গা অন্য, প্রকাশ্যে তুমি এই ধরনের কথা বলতে পারো না।" হুমায়ুনও বলেন, "ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে ডেকেছিলেন সেখানে আমাকে মৌখিকভাবে যেটুকু কথা বলেছেন, আমার খুব ভাল লেগেছে ওঁদের কথা। সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলব।"
শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে তাঁর বিক্ষোভের মুখেও পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন হুমায়ুন কবীর। ১৩ এপ্রিল, মুর্শিদাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেদিন কী হয়, সেদিকেই সবার নজর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
