Lightning Death : বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু, সালারে খামারে কাজের সময় মৃত ২, আহত আরও ২
Murshidabad : মুর্শিদাবাদের সালারে খামারে কাজ করার মাঝে বজ্রপাতে মারা গিয়েছেন দু'জন। গুরুতর আহত হয়েছে আরও দু'জন।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : তীব্র দাবদাহের মাঝে স্বস্তি বৃষ্টিতে ভিজেছে বঙ্গ। তবে এর মাঝেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনাও। একাধিক জায়গাতেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এর মাঝেই বাজ পড়ে প্রাণ হারাতে হয়েছে দু'জনকে। মুর্শিদাবাদের (Murshidabad) সালারে খামারে কাজ করার মাঝে বজ্রপাতে মারা গিয়েছেন দু'জন। গুরুতর আহত হয়েছে আরও দু'জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালারের কাগ্রামের একটি খামারে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুরে বৃষ্টির মাঝে হঠাৎই প্রবল বাজ পড়া শুরু হয়। সেই সময় কর্মরত শ্রমিকদের ওপর একটি আছড়ে পড়ে। গুরুতর আহত হন চারজন শ্রমিক। তাঁদেরকে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি দুজন আহতের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, মৃত দুজনের নাম হাবিব শেখ ও নেকবোক শেখ। বাজ পড়ে এভাবে মর্মান্তিক মৃত্যুর জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন- রাজ্যে বার বার আক্রান্ত পুলিশ, উর্দির ভয় কি উবেই গিয়েছে!
দুপুর হতেই মেঘলা আকাশ হয় গোটা রাজ্যজুড়ে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড় ও বৃষ্টি নামে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি নামে।
প্রসঙ্গত, গত মাসে গোসাবার (Gosaba) লাহিরিপুরে বাজ (Lightning ) পরে মৃত্যু হয় এক গৃহবধূর (Wife)। মৃতের নাম রেবতী সরকার। জানা গিয়েছিল, তার বয়স হয়েছিল ৩৮ বছর। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গোসাবা ব্লকের লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের জহর কলোনিতে সকালে মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় মাঠে হঠাৎ বাজ পরে মৃত্যু (Death) হয়।
গত বছর বাজ পড়ে একাধিক মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আলাদা এলাকায় বাজ পড়ে (Lightning) ৪ মহিলার মৃত্যু (death) হয় পুরুলিয়া (purulia) জেলায়। বজ্রাহত হয়ে মারা যায় ১৯টি ছাগল ও বেশ কয়েকটি গবাদি পশু। কেন্দাঁ থানার জামবাইদ গ্রামের বাসিন্দা ভারতী সহিস (৪৯) মাঠে ধানের চারা লাগাচ্ছিলেন। তাঁর সঙ্গেই কাজ করছিলেন তুষ্ট সহিস (৫৬)। হঠাৎ বজ্রপাত। জখম হন দুজনেই। তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে এলেও ভারতী সহিসের মৃত্যু হয়।
আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !