Nadia News: '২০৯ নং রুমে..', BJP নেতার রহস্যমৃত্যুর রাতে ম্যানেজারকে ফোন 'মহিলার'
BJP Leader Death Mystery: ৪ অগাস্ট বিকেলেই হোটেল থেকে বেরিয়ে যান মহিলা-সহ ৫ জন, দাবি হোটেল কর্তৃপক্ষের। গভীর রাতে হোটেলের কর্মীকে ফোন করে মহিলা বলেন, ২০৯ নং রুমে কিছু একটা হয়েছে, দাবি ম্যানেজারের।
![Nadia News: '২০৯ নং রুমে..', BJP নেতার রহস্যমৃত্যুর রাতে ম্যানেজারকে ফোন 'মহিলার' Nadia News: Women issue came up in BJP Leader Death Case in Dhankhali Kalyani Nadia News: '২০৯ নং রুমে..', BJP নেতার রহস্যমৃত্যুর রাতে ম্যানেজারকে ফোন 'মহিলার'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/06/662621dc18f22d874a819aca52fa90a01691345151899484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নদিয়া: কল্যাণীতে বিজেপি নেতার রহস্যমৃত্যুতে নতুন মোড় (BJP Leader Death Mystery)। ধনেখালির বিজেপি নেতার মৃত্যুকাণ্ডে উঠে এল মহিলা প্রসঙ্গ। হোটেলে বিজেপি নেতার পাশের রুমেই ছিলেন মহিলা-সহ ৫জন। ৩ তারিখ হোটেলে বিজেপি নেতা, পরদিন পাশের রুমে মহিলা-সহ ৫জন, দাবি হোটেল কর্তৃপক্ষের।৪ অগাস্ট বিকেলেই হোটেল থেকে বেরিয়ে যান মহিলা-সহ ৫ জন, দাবি হোটেল কর্তৃপক্ষের। গভীর রাতে হোটেলের কর্মীকে ফোন করে মহিলা বলেন, ২০৯ নম্বর রুমে কিছু একটা হয়েছে, দাবি ম্যানেজারের। হোটেলের কর্মীরা দরজা খুলতেই বিজেপি নেতার ঝুলন্ত দেহ দেখতে পান, দাবি ম্যানেজারের।
উল্লেখ্য, সুদীপ ঘোষ ছিলেন হুগলির ধনেখালির ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। পঞ্চায়েত ভোটের পরই সুদীপ ঘোষকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেয় বিজেপি। গুড়াপ থানা এলাকার বাসিন্দা সুদীপ ঘোষ এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পঞ্চায়েত ভোটের পর গেরুয়া শিবিরের রদবদলের সময় পেয়েছিলেন মণ্ডল সভাপতির দায়িত্ব। দিন দশেকই নতুন দায়িত্ব পেয়েছিলেন তিনি। তাই নতুন দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই কল্যাণীর এক হোটেল থেকে এভাবে বিজেপি নেতার রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
গত ১ মে ময়নার বাকচায় বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ ওঠে। স্ত্রী, ছেলের সামনে মারধরের পর তুলে নিয়ে গিয়ে বিজেপি নেতাকে খুন করা হয়েছিল বলে শোনা যায়। এর পর ২৪ মে, নদিয়ার হাঁসখালিতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি নেতার। বস্তুত এর আগের পঞ্চায়েত ভোটেও এমন একাধিক ঘটনার অভিযোগ জমা পড়েছে। ২০১৮ সালের ৩০ মে, পঞ্চায়েত ভোটের মুখেই যেমন, পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ গাছ থেকে উদ্ধার হয়। ২২ বছরের যুবকের জামার পিছনে লেখা ছিল ১৮ বছর বয়সে বিজেপির রাজনীতি! এর ঠিক তিনদিনের মধ্যে,২ জুন,সেই বলরামপুরের আরেক বিজেপি কর্মী, ৩০ বছরের দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।
আরও পড়ুন, ধর্নামঞ্চেই TMC-র গোষ্ঠী সংঘর্ষ, কাঠগড়ায় জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠরা
২০১৯ সালের ১৫ নভেম্বর, দাঁতনে, জঙ্গলে, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি কর্মী বর্ষা হাঁসদার দেহ। ২০২০ সালের ১৩ জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় হেমতাবাদের বিধায়ক ও বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। শুরুতেই নবান্ন দাবি করে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের ধারণা, এটা সম্ভাব্য আত্মহত্যারই ঘটনা! ওই বছরেরই ২৯ জুলাই, পূর্ব মেদিনীপুরের রামনগরে আমগাছ উদ্ধার হয়ে বিজেপির বুথ সভাপতির দেহ। ঠিক ২ দিন পর, ৩১ জুলাই, দক্ষিণ ২৪ পরগনার সাগরে বিজেপির বুথ সম্পাদকের ঝুলন্ত দেহের খোঁজ মেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)