News Live Updates : বৃষ্টির ভ্রুকুটি উড়িয়ে নবমীর সন্ধেতেই প্রতিমা দর্শনে তুমুল ভিড়, প্য়ান্ডেলমুখী জনতা
News Live : নবমীতে মেঘলা আকাশ। রাত থেকেই দুর্যোগ শুরুর আশঙ্কা। দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টির দাপট উত্তরেও।
LIVE

Background
শেষ ল্যাপে বাঙালির প্রাণের উৎসব। নবমীতে মণ্ডপে-মণ্ডপে দেবী আরাধনা। শেষবেলায় দেবীদর্শনের জন্য় প্য়ান্ডেলমুখী আট থেকে আশি।
মহানবমীতে বেলুড় মঠে বিশেষ পুজো। মুদিয়ালি থেকে বর্ধমান, কুমারী-পুজো দেখতে দিকে-দিকে মানুষের ভিড়। বাড়ির পুজোয় মাতোয়ারা কোয়েল।
নবমীতে মেঘলা আকাশ। রাত থেকেই দুর্যোগ শুরুর আশঙ্কা। দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টির দাপট উত্তরেও।
'উৎস ভাবনায় সেরা'র শিরোপা জিতল চালতাবাগান লোহাপট্টি। ‘নির্মাণ ভাবনায় সেরা’ দক্ষিণপাড়া দুর্গোৎসব। প্রকৃতিচেতনায় সেরা ক্ষুদিরাম কলোনি সর্বজনীন।
ক্য়ালিফোর্নিয়া, লন্ডন, কানাডা, জার্মানি থেকে বেলজিয়াম, পোল্যান্ড। প্রাণের পুজোয় সামিল প্রবাসী বাঙালিরা।
স্বাধীনতার জন্য় জেল খেটেছিলেন সঙ্ঘ নেতারা, RSS দেশসেবার প্রতীক। দিল্লিতে সঙ্ঘের শতবর্ষের অনুষ্ঠানে দাবি প্রধানমন্ত্রীর। প্রকাশ করলেন বিশেষ ডাকটিকিট ও কয়েন।
উৎসবের মরশুমে আরও মহার্ঘ্য় বাণিজ্যিক গ্যাস। উনিশ কেজি LPG সিলিন্ডারের দাম বাড়ল ১৫ টাকা ৫০ পয়সা। অপরিবর্তিত বাড়ির রান্নার গ্য়াসের দাম।
জুবিন গর্গের মৃত্যু-তদন্তে নতুন মোড়। অসম পুলিশের হাতে গ্রেফতার গায়কের ম্যানেজার ও সিঙ্গাপুর-ফেস্টিভালের মূল উদ্যোক্তা। ধৃতদের পুলিশ হেফাজত।
ভারতকে শুল্ক-চাপ দিতে গিয়ে, নিজেই বিপাকে ট্রাম্প! সরকার চালাতে টাকা বরাদ্দ না হওয়ায় আমেরিকায় শাটডাউন ঘোষণা হোয়াইট হাউসের। বন্ধ বেশিরভাগ দফতর।
সমালোচনার মুখে ডিগবাজি পাকিস্তানের। ট্রফি-বিতর্কে BCCI-এর কাছে ক্ষমা চাইলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। সূর্যকুমারকে ট্রফি নিতে আহ্বান।
আকাশ থেকে দেখতে কেমন লাগে কলকাতার সেরা সেরা পুজো মণ্ডপ? অন্যভাবে দেখে নেওয়া পুজোর ঝলক। আকাশপথে পুজো, আজ দিনভর।
News Live : উৎসবের শেষ বেলায় মন খারাপের সুর, আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন
উৎসবের শেষ বেলায় মন খারাপের সুর। আজ মহানবমী। শারদোৎসবের শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠেও নবমীর বিশেষ পুজো হচ্ছে। রাত পোহালেই বিষাদের দশমী। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে সকাল থেকে মণ্ডপে-মণ্ডপে ভিড়।
News Live Updates : দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে উপকূলে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির দাপট উত্তরেও। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি।






















