North 24 Pargana: খড়দায় শ্যুটআউটের ঘটনা, গুলিবিদ্ধ এক যুবক
North 24 Pargana News: ডোমপাড়া এলাকায় শ্যুটআউট। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। তার জেরে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ গুলি চলে। এক যুবকের হাতে গুলি লাগে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: খড়দায় (Khardha) ফের শ্যুটআউট (Shootout)। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গুলি চলার অভিযোগ। গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। আজ সকাল ১১টা নাগাদ গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। কে কে এই ঘটনার সঙ্গে জড়িয়ে পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে।
খড়দার (Khardha) ডোমপাড়া এলাকায় শ্যুটআউট। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। তার জেরে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ গুলি চলে। এক যুবকের হাতে গুলি লাগে। তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
কিছুদিন আগে জগদ্দলে জুটমিলে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল?
জগদ্দলে জুটমিলের শ্রমিককে শ্যুটআউট। খুনের পর বোমাবাজির অভিযোগ। পরপর বোমা ছোড়ার অভিযোগ। জগদ্দলের সার্কাস ময়দানে গুলিবিদ্ধ হন বছর চব্বিশের এক যুবক। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চায়ের দোকানে চা খেতে এসেছিলেন ওই শ্রমিক। তখনই তার উপর আক্রমণ চালানো হয়। ঘিরে ধরে মারধর করার পরই তাঁকে গুলি করে খুন করা হয়। তবে কী কারণে এই হামলা, এর পিছনে কি কোনও রাজনৈতিক ঘটনা জড়িয়ে রয়েছে, তা খতিয়ে জানার চেষ্টায় রাজ্য পুলিশ।
এর আগে রাজ্যের পানিহাটি এলাকায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা। খুনের পর পালিয়ে দুষ্কৃতী ঝোপের মাঝে লুকিয়ে গেলে, ঝোপে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। এখন কথা হচ্ছে, রাজ্যে একাধিক খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতি ধরা হচ্ছে। তবে দুষ্কৃতিকে খুনের পর ধরা হচ্ছে। খুনের আগে প্ল্যান চৌপাট, এমন ঘটনা খুবই কম শোনা যায়। তাই একের পর এক খুনের ঘটনায় এবার ফের প্রশ্ন উঠল রাজ্যবাসীর নিরাপত্তা নিয়ে।
আরও পড়ুন: SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার