Janmasthami 2021: শিয়রে তৃতীয় ঢেউ ! করোনা আবহে এবছরও কচুয়া লোকনাথ ধামে সর্বসাধারণের সঙ্গে পালিত হবে না জন্মাষ্টমী
করোনা পরিস্থিতিতে এবছরও কচুয়া লোকনাথ ধামে শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী জন্মাষ্টমী উত্সব স্থগিত রাখা হয়েছে প্রশাসনিক নির্দেশে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ৩০ অগাস্ট জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। প্রতিবছর সারা দেশে ধূমধাম করে পালিত হয় জন্মাষ্টমী উত্সব। সেই সঙ্গে বেশ কিছু মন্দিরে আলাদা করে আয়োজন করা হয় বিশেষ পুজোর। কিন্তু ২০২০ থেকে বদলো গেছে ছবিটা। যে কোনও উত্সব পালনের ক্ষেত্রেই মেনে চলতে হবে করোনা বিধি নিষেধ। প্রতিবছরই এই বিশেষ দিনটি উদযাপনের জন্য মানুষ নানারকম প্রস্তুতি নেয়। উত্তর ২৪ পরগণার কচুয়ার লোকনাথ ধামে মহা ধূমধামে পালিত হয় এই উত্সব। কিন্তু গত বছর থেকে তা বন্ধ।
করোনা পরিস্থিতিতে এবছরও কচুয়া লোকনাথ ধামে শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী জন্মাষ্টমী উত্সব স্থগিত রাখা হয়েছে প্রশাসনিক নির্দেশে। ২০২০ সালে করোনা বিধি মেনেই এই মন্দিরের জন্মাষ্টমী বন্ধ রাখা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষ বার্তা দিয়েছিল, বাড়িতে বসে শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করে ভগবানের কাছে প্রার্থনা করার। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, এ বছরও করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে লোকনাথ ব্রহ্মচারীর মামার বাড়ি অর্থাৎ কচুয়া ধামে জন্মাষ্টমী পালিত হচ্ছে না। এই জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার থেকে নদী থেকে জল নিয়ে পুজো দিতে আসেন ভক্তরা। যেমন বাবুঘাট, ইছামতি ঘাট, বাগবাজার ঘাটসহ একাধিক ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে এসে পুণ্যার্থীরা লোকনাথ বাবার মাথায় ঢালত। এতে মনোবাসনা পূর্ণ হয় ও পুণ্য অর্জন হয় বলে মানুষের বিশ্বাস। তাই প্রতিবছর এই জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই কচুয়া লোকনাথ ধামে।
প্রতিবছর ভাদ্র মাসের ১ তারিখে এই জন্মাষ্টমী উত্সব অনুষ্ঠিত হয়। মন্দিরের পূজারী দীপক বসাক ও স্থানীয় তৃণমূল নেতা বুলবুল ইসলাম জানান, বসিরহাট দু'নম্বর ব্লক এর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এবছরও জন্মাষ্টমী বন্ধ থাকছে। মন্দিরের পক্ষ থেকে পুণ্যার্থীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, বাড়িতে বসে বাবা লোকনাথকে যেন স্মরণ করেন তাঁরা। এবছর সর্ব সাধারণের সঙ্গে জন্মাষ্টমী উদযাপিত হবে না। মন্দির কমিটির লোকজন ও পুরোহিতরা যদিও জল ঢেলে জন্মাষ্টমী ব্রত পালন করবে।
অনেকে আবার আগেভাগেই মন্দির দর্শন করে যাচ্ছে। পুণ্যার্থী সুদীপ বসাক জানান, প্রতিবছর আসি এবার আসতে পারবো না তাই মন্দিরে ঘুরে যাচ্ছি । অপর এক ভক্ত মণিদীপা সিনহা চৌধুরী জানান 'এবারে ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন কচুয়া ধামে আসব কিন্তু করোনার জন্য আসা হবে না ভেবে খারাপ লাগছে। '