North 24 Paraganas: ঋণের কিস্তি দিতে না পারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ বেসরকারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে
North 24 Paraganas News: পরিবার সূত্রে খবর, ২০১৮ সালে বেসরকারি ঋণদানকারী সংস্থার থেকে লোন নিয়ে গতিধারা প্রকল্পে গাড়ি কিনেছিলেন দেবজ্যোতি। কিন্তু, লকডাউন শুরু হওয়ায় ৪ মাসের ঋণের কিস্তি বকেয়া পড়ে যায়।
সমীরণ পাল, সোদপুর (উত্তর ২৪ পরগনা): উত্তর ২৪ পরগনার সোদপুর স্টেশনের কাছ থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছিলেন ওই যুবক। ঋণের কিস্তি বাকি পড়ায় গাড়ি বাজেয়াপ্ত করেন ওই সংস্থার কর্মীরা। সেই অপমানেই আত্মঘাতী হয় যুবক, অভিযোগ পরিবারের।
একই জেলায় পরপর একই ধরনের ঘটনা
প্রথমে নৈহাটি, তারপর একই ধরনের ঘটনার সাক্ষী সোদপুক।
ঋণ নিয়ে সদ্য কিনেছিলেন সাধের মোটরবাইক! কিন্তু, ডাউন পেমেন্টের চেক বাউন্স করায় শো-রুমের মধ্যেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।
আর সেই একই জেলাতেই, ঋণের কিস্তি দিতে না পারায় যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকার সোদপুর। পুলিশ সূত্রে খবর, ১১ এপ্রিল সোদপুর স্টেশনের কাছে উদ্ধার হয় বছর চব্বিশের দেবজ্যোতি ভট্টাচার্যর মৃতদেহ। বয়স ২৪।
পরিবার সূত্রে কী জানা যাচ্ছে? কী তাঁদের অভিযোগ?
পরিবার সূত্রে খবর, ২০১৮ সালে বেসরকারি ঋণদানকারী সংস্থার থেকে লোন নিয়ে গতিধারা প্রকল্পে গাড়ি কিনেছিলেন দেবজ্যোতি। কিন্তু, লকডাউন শুরু হওয়ায় ৪ মাসের ঋণের কিস্তি বকেয়া পড়ে যায়। পরিবারের অভিযোগ, এই অবস্থায় ঋণের কিস্তি মেটাতে বেসরকারি ঋণদানকারী সংস্থার কর্মীরা চাপ দিচ্ছিল।
আরও পড়ুন: Nadia News: মৃত্যুর আগেই মামাকে কবর দেওয়ার তোড়জোড় ভাগ্নের, রান্নাঘরে খোঁড়া হল গর্ত!
পরিবারের দাবি, লোনের কিস্তি বাকি পড়ে যাওয়ায় গাড়ি নিয়ে বের হচ্ছিলেন না দেবজ্যোতি। ১১ এপ্রিল স্থানীয় পেট্রোলপাম্পে গেলে ঋণদানকারী সংস্থার কর্মী এসে তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে বলে অভিযোগ। ওই সময় প্রকাশ্যে দেবজ্যোতিকে কটূক্তিও করা হয়। অপমান সহ্য করতে না পেরে দেবজ্যোতি আত্মঘাতী হয় বলে পরিবারের অভিযোগ।
গত ১৮ এপ্রিল দেবজ্যোতির বাবা ঘোলা থানায় এই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দেবজ্যোতি ভট্টাচার্য গাড়ি চালিয়ে সংসার চালাত। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে। ঋণ প্রদানকারী সংস্থার চাপে যুবকের মৃত্যুর ঘটনায় ওই সংস্থার বিরুদ্ধে সরব ও দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ঘোলা পূর্বাঞ্চলের দেবজ্যোতি ভট্টাচার্যের পরিবারের লোকজন। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।