North 24 Pargana: শেখ হাসিনার জন্য বিশেষ রাখি, উপহার পাঠাল বনগাঁ পুরসভা
Raksha Bandhan 2022: আরও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য এই উপহার পাঠাচ্ছে বনগাঁ পুরসভা। কী জানালেন পুরসভার চেয়ারম্যান?
সমীরণ পাল, বনগাঁ, উত্তর ২৪ পরগনা: আগামীকাল, বৃহস্পতিবারই রাখিপূর্ণিমা (Rakhi)। সৌভ্রাতৃত্বের উৎসব। সেই উপলক্ষ্যেই পড়শি দেশের প্রধানমন্ত্রীর জন্য তৈরি হল রাখি। উদ্যোক্তা উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Pargana) বনগাঁ পুরসভা (Bongaon Municipality)। এদিন বনগাঁ পুরসভার পক্ষ থেকে বাংলাদেশের (Bangladesh) এক সাংসদের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাখি তুলে দেওয়া হয়। ওই রাখিটি তৈরি হয়েছে কচুরিপানা থেকে। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে মিষ্টিও।
রাখি উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও। ১৯০৫ সাল। তখন গোটা ভারতীয় উপমহাদেশ ব্রিটিশের অধীনে। সেই সময় বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু হয়েছিল বাংলাজুড়ে। আর সেইসময় সামনের সারিতে এসে প্রতিবাদ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের প্রতিবাদের পাশাপাশি সৌভ্রাতৃত্বের নিদর্শন তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন রাখিবন্ধন। ফলে শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, ধর্মীয় ও সামাজিক বাধা কাটিয়ে ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা দিতেও বারবার ব্যবহার হয়েছে রাখি।
একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য উপহার:
ঠিক এভাবেই সৌভ্রাতৃত্বের বার্তা দিল বনগাঁ পুরসভাও। এদিন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা পেট্রাপোল সীমান্তে উপস্থিত থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কচুরিপানার তৈরি রাখি ও মিষ্টি তুলে দেন বাংলাদেশের সাংসদ শেখ আফিলউদ্দিনের হাতে। শুধু বাংলাদেশই নয়, আরও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য এই উপহার পাঠাচ্ছে বনগাঁ পুরসভা। পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, 'এই বছর বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আমেরিকা (USA), জার্মানি (Germany),কানাডা (Canada) ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের রাখি পাঠানো হচ্ছে। তারই অংশ হিসেবে এদিন আমরা পেট্রাপোল সীমান্তে এসে বাংলাদেশের সংসদের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাখি ও মিষ্টি তুলে দিলাম।'
কী বললেন বাংলাদেশের সাংসদ:
বাংলাদেশের সাংসদ শেখ আফিলউদ্দিন বলেন, 'চমৎকার দিনে আপনারা একটি চমৎকার উপহার আমাদের দিলেন। আমি এই রাখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব।'
রাখি পূর্ণিমা উপলক্ষে গোটা ভারতে উৎসব পালিত হয়। বাংলাতেও উৎসব হয়। রাখির উপহার হিসেবে এভাবে পড়শি দেশে বা বন্ধু দেশের রাজনৈতিক নেতাদের উপহার পাঠানোর চল রয়েছে। অনেকসময়েই শেখ হাসিনার তরফেও আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে উপহার পাঠানো হয়।
আরও পড়ুন: ‘পার্থ যা করেছেন, লজ্জিত, তৃণমূলের সবাই চোর নয়’ সম্পত্তিবৃদ্ধি মামলা নিয়ে কী জানাল তৃণমূল