Denganga News: টেন্ডার নিয়ে TMC-র সঙ্গে বচসা, দেগঙ্গায় ISF-র কর্মীদেরকে 'বেধড়ক মার'
Denganga ISF Attacked : দেগঙ্গায় আক্রান্ত ISF , অভিযোগের আঙুল শাসকদলের দিকে..
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত অফিসে সাধারণ সভা চলাকালীন টেন্ডার নিয়ে আইএসএফের পঞ্চায়েত সদস্যর সঙ্গে তৃণমূলের বসচা। এরপর আইএসএফের পঞ্চায়েত সদস্য সহ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল বিকালে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতে।
তৃণমূলের অভিযোগ আইএসএফ এর দুষ্কৃতীরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে পঞ্চায়েত অফিসের মধ্যে ভাঙচুর চালায়। এই ঘটনায় তৃণমূল আইএসএফ একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে। সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আইএসএফের পঞ্চায়েত সদস্য,জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, পঞ্চায়েত অফিসে টেন্ডার নিয়ে একটি সাধারণ সভা ছিল। সেই সাধারণ সভাতে পঞ্চায়েত প্রধান স্পষ্ট জানিয়ে দেন কোনও বিরোধী দল ও আইএসএফকে কাজ দেওয়া হবে না। এর প্রতিবাদ করতে গেলে তৃণমূলের লোকজন পঞ্চায়েতের মধ্যে তাকে বেধড়ক মারধর করে। পঞ্চায়েত থেকে বাইরে বেরিয়ে আসেন, তখন পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন আইএসএফের কর্মী সমর্থকরা। তাদের উপরে লাঠি রড নিয়ে যেমন হামলা করা হয়, পাশাপাশি ইট ছোঁড়া হয় এমনটি অভিযোগ করা হয়।
এই ঘটনায় দুজন আইএসএফ কর্মী জখম হয়। একজনকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনা জেলা আইএসএফের সাধারণ সম্পাদক মোঃ কুতুবউদ্দিন বলেন,সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতে আইএসএফের পঞ্চায়েত সদস্যকে কাজ দেবে না জানিয়ে দেয় পঞ্চায়েত প্রধান। তার প্রতিবাদ করতে গেলে আমাদের পঞ্চায়েত সদস্য সহ কর্মীদের উপরে হামলা চালানো হয়।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রিঙ্কু সাহাজি। তার দাবি , টেন্ডার নিয়ে একটি সাধারণ সভা চলছিল পঞ্চায়েত অফিসে। সমস্ত পঞ্চায়েত সদস্যদের কাজে দেওয়া সম্ভব হচ্ছে না। ধাপে ধাপে সবাই কাজ পাবেন এটা যা বলা মাত্রই আইএসএফের পঞ্চায়েত সদস্য তিনি বলেন, বিরোধীদের কাজ দেওয়া হবে না পঞ্চায়েত প্রধান লিখিত দিক। এরপর তিনি বাইরে এসে নাটকীয়ভাবে লোকজন জোগাড় করেন পঞ্চায়েত অফিসের মধ্যে ভাঙচুর চালায়।
আরও পড়ুন, সাট্টা-জুয়ার প্রতিবাদের মাশুল, শোভাবাজারে TMC-র যুব সভাপতিকে সপাটে চড় কাউন্সিলরের !
তখন তৃণমূলের কর্মী সমর্থকরা তার প্রতিরোধ করতে গেলে আইএসএফের পঞ্চায়েত সদস্য সহ কর্মীরা পালি পালাতে যায় সেই সময় পড়ে গিয়ে আহত হতে পারে। আমাদের উপরে মিথ্যা দোষ দিচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনও সন্ত্রাস মারামারি রাজনীতি করে না।এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেগঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় আই এস এফ এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেও তৃণমূলের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি এখনও পর্যন্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।