Deganga News: বিরল প্রজাতির বিষাক্ত চন্দ্রবোড়া উদ্ধার ! আতঙ্ক দেগঙ্গায়
Deganga Snake Fear: পাকা বাড়ির মধ্যে চন্দ্রবোড়া সাপ কীভাবে এল ? বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল দেগঙ্গার পশ্চিম আমুলিয়া এলাকায়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সাতসকালে ৪ ফুটের উপরে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ (Snake Rescue) উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল দেগঙ্গার (Denganga)পশ্চিম আমুলিয়া এলাকায়। সাধারণত এই ধরনের চন্দ্রবোড়া সাপ এর আগে ওই গ্রামের মানুষ কখনও দেখেনি। আর সাপটি উদ্ধার হতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের মধ্যে।
স্থানীয় সূত্র জানা যায়, পশ্চিম আমুলিয়ার বাসিন্দা কারিবুল্লা মোল্লা, তাঁর বাড়িতে সাদারে সিঁড়ির নিচে বস্তা রাখা ছিল। সেই বস্তা সরাতেই আচমকা সাপটি বেরিয়ে আসে। পাকা বাড়ির মধ্যে চন্দ্রবোড়া সাপ কীভাবে এল ? খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর গ্রামবাসীরা ওই বিষাক্ত সাপটি বস্তার মধ্যে দিয়ে আটকে ফেলে।গ্রামে রাখা আছে সাপটি। খবর শুনে এলাকাবাসী দলে দলে ছুটে আসছেন, বিরল প্রজাতি সাপটি দেখতে। স্থানীয়রা জানান, এবিষয় নিয়ে বারাসাত বনদপ্তরের খবর দেওয়া হয়েছে। বনদপ্তর সূত্রে জানা যায়, আজ ওই সাপটি উদ্ধার করা কথা। ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
সম্প্রতি উত্তর ২৪ পরগনায় উদ্ধার হয় ৮ ফুট লম্বা ময়াল সাপ। আর সেই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) বসিরহাট (Basirhat) অঞ্চলে। দীর্ঘ ময়াল সাপ দেখতে রাস্তায় ভিড় জমান হাজার হাজার মানুষ। রাত সাড়ে আটটা নাগাদ বসিরহাট মহকুমার মাটিয়া থানার খোলাপোতায় একটি দোকানের পাশে রাখা এক ব্যক্তি তাঁর মোটরসাইকেল নিতে আসেন। সেই সময়ে তিনি একটি আওয়াজ শুনতে পান। কী রয়েছে সেখানে ? দেখতে গিয়ে দোকানের পাশে থাকা লোকজনের চোখ কপালে ওঠে। তাঁরা দেখে মোটরসাইকেলের হাতলের সঙ্গে এক বিশাল ময়াল সাপ জড়িয়ে আছে।
আরও পড়ুন, মেসের ঘরে খুন ১৯ বছরের নার্সিং পড়ুয়া, কোথায় নিহত পড়ুয়ার রুমমেট ?
এই দৃশ্য দেখে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বসিরহাট বন দফতরে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ছুটে আসেন। তারপর তাঁরা ময়াল সাপটিকে ধরার কাজে নেমে পড়েন। এ দিকে ওই এলাকায় এমন ঘটনা এই প্রথম। স্বাভাবিক ভাবেই এই ধরনের ময়াল সাপ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ে নিমেষেই। তখনই প্রচুর মানুষ ছুটে আসেন সেই ময়াল সাপ দেখতে। অবশেষে ময়াল সাপটিকে ধরে খাচাবন্দি করেন বনকর্মীরা। অনেক রাতের দিকে সল্টলেকের বন দফতরে নিয়ে যাওয়া হয় ময়াল সাপটিকে।