Arjun Singh: ভাটপাড়ায় BJP নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে 'আইসি-সহ ৪ পুলিশকর্মী জখম' ! বিস্ফোরক অভিযোগ অর্জুনের
Bhatpara BJP Leader House Raid Police Injured : ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে উত্তেজনা
উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জখম হয়েছেন ভাটপাড়া থানার আইসি-সহ ৪ পুলিশকর্মী !
২০১৮ সালে বেআইনি নির্মাণের মামলায় পুলিশের তল্লাশি চলে। খবর পেয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে গেলেন অর্জুন সিংহ। এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে বিজেপি নেতা অর্জুন সিংহের অভিযোগ, 'প্রিয়াঙ্গু পাণ্ডেকে হেনস্থা করছে পুলিশ। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে চালানোর ঘটনায় অন্যতম সাক্ষীকে ধরে নিয়ে গেছে পুলিশ।'
প্রসঙ্গত উপনির্বাচনের আগেও মেদিনীপুরের একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি হানা, পাকড়াও করার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, রাতবিরেতে দরজায় ধাক্কা দিয়ে গ্রেফতারির হুমকি দেওয়ারও। সোশ্যাম মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ ছিল, তাঁর দলের নেতাদের বাড়ি ঘিরে রাখা হচ্ছিল।চাঁদড়ায় ভোটের আগের রাতে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার ভালকি গ্রামে বিজেপি নেতা নয়ন দে-র বাড়িতে পুলিশি হানা দেওয়ার অভিযোগ উঠেছিল ।
সম্প্রতি নন্দীগ্রাম সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। নন্দীগ্রামে বুথ সভাপতির ভাইকো খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল ৩ বিজেপি কর্মী। প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা রুজু করেছিল পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল শুভেন্দু।
এরপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু একহাত নিয়েছিলেন শাসকদলকে। বলেন, ভাগাড়ে যেমন মৃত জন্তু থাকলে, উপর থেকে শকুন নামে, এখানকার তোলামূল ও মমতার অবস্থাও তাই হয়েছে। পারিবারিক বিরোধে মারা গিয়েছে। হেরে গেছে। পুলিশকে চাপ দিয়ে ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে ফের দ্বিতীয় FIR হয়েছে।' শুভেন্দুর সংযোজন, 'ধনঞ্জয় থেকে শুরু করে আমি অসংখ্য নাম এরকম বলতে পারি, যাদের বিরুদ্ধে এই ধরণের মিথ্যে মামলা, মমতার নির্দেশে করেছে মমতার চটি চাটা পুলিশ। '
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।