Barasat News: একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের, পিচগলা রাস্তায় দাউদাউ আগুন ! ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান..
Barasat Fire Incident : পালাতে গিয়ে পরপর বাইকে ধাক্কা, ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান!

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান! ১১ নম্বর রেল গেটের কাছে, প্রথমে একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। এরপরেই কন্টেনারের ধাক্কায় বাইকে আগুন লেগে যায়। এদিকে পালাতে গিয়ে পরপর বাইকে ধাক্কা লাগায় ওই কন্টেনার বলে ওই অভিযোগ। পরে কন্টেনারেও আগুন লেগে যায় ! আটক চালক।
সরকারি বাসে আগুন
অতীতে ইএম বাইপাসে আরও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকারি বাসে আগুন লেগে এর আগে বিপত্তি ঘটেছিল। ঘড়িয় কাঁটায় তখন বিকেল পাঁচটা।হঠাৎই চলন্ত বাসে আগুন লেগে গিয়েছিল। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের ১টি ইঞ্জিন। এর আগে আচমকা আগুন লেগে গিয়েছিল চলন্ত একটি পুলকারে। যদিও সেবার রক্ষা পেয়েছিল পড়ুয়ারা। রাস্তা দিয়ে যাওয়ার সময় কাকড়শোল এলাকায় আচমকা পুলকার থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করেছিল। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দিয়েছিলেন পুলকারের চালক ।
প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন
সম্প্রতি প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লেগেছিল। অগ্নিদগ্ধ হয়েছিলেন ওই বাড়িরই ২২-২৩বছরের তরুণ। গুরুতর জখম তরুণকে নিয়ে যাওয়া হয়েছিল MR বাঙুর হাসপাতালে। এদিকে এই ঘটনায় একাধিক অভিযোগ তুলছিলেন স্থানীয়রা। গত কয়েক বছরে কলকাতায় একাধিক জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার।
কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ?
তবে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ের ওই এলাকায় আকাশ ছেয়েছে কালো তারে। শর্ট সার্কিটের জন্যও আগুন লাগার ভুরিভুরি ঘটানার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা। কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ? অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ ? আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ? ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এল।
আরও পড়ুন, ঘুটঘুটে অন্ধকার, তারই মাঝে জ্বলজ্বল করছে চোখ ! BSF জওয়ানরা এগোতেই যা হল সীমান্তে..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















