North 24 Parganas News: ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, দত্তপুকুরে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ, খোঁচা বিজেপির
TMC Flax Torn Controversy: উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, লাগানো হয়েছিল ফ্লেক্স। আর সেই ফ্লেক্স খুলে ফেলার অভিযোগ উঠ সৌমেন কাঞ্জিলাল নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধেই!
সমীরণ পাল, দত্তপুকুর: ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ঘিরে দত্তপুকুরে (Duttapukur) প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্কলহ। তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা। টাকার ভাগ নিয়ে শাসক দলের অন্দরে দ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির (BJP)।
দত্তপুকুরে প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্কলহ: উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়ে, লাগানো হয়েছিল ফ্লেক্স। আর সেই ফ্লেক্স খুলে ফেলার অভিযোগ উঠল সৌমেন কাঞ্জিলাল নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধেই! যিনি আবার তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের স্বামী। এই ঘটনা সামনে এসেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। বিষয়টি গড়িয়েছে থানা অবধি। সিসি ফুটেজকে হাতিয়ার করে, নিজের দলের নেতার বিরুদ্ধেই, দত্তপুকুর থানার লিখিত অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা তথা তৃণমূল নেতা অমল কুমার বিষ্ণু বলেন, “সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে ফ্লেক্ল খুলছে সৌমেন কাঞ্জিলাল ও তার অনুগামীরা। ওদের গ্রেফতার করতে হবে।’’
তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান অবশ্য, তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কাশিমপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেত্রী সোমা কাঞ্জিলাল বলেন, “ভিত্তিহীন অভিযোগ । যে সিসিটিভি ফুটেজ দেখানো আছে তাদের রাস্তা থেকে একটা মানুষ যেতেই পারে, সেখান থেকে আমার স্বামী বাইক নিয়ে গেছে বলেই প্রমাণ হয় না আমার স্বামী সেই ফ্লেক্সটি ছিড়েছে।’’ আর এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব-খোঁচা বিজেপির। বিজেপির আমডাঙ্গা (৩) মণ্ডল সভাপতি জয়দেব পাল বলেন, “নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে মত্ত শাসক দল। জমির দালালি, পুকুর ভরাটের টাকা ইত্যাদি নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব। গোটা তৃণমূল কংগ্রেসে যেমন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থক, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থকদের ঝামেলা, এখানেও ঠিক একই বিষয়ে।’’ অভিযুক্ত সৌমেন কাঞ্জিলালের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে ভাটপাড়ায় ফের শ্যুটআউট। তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই তৃণমূলকর্মীকে লক্ষ্য করে চলল গুলি। কপাল জোরে প্রাণে বাঁচলেন তৃণমূল কর্মী। মঙ্গলবার, রাত ১০টা নাগাদ ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে, তৃণমূল পার্টি অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে ৪ দুষ্কৃতী হুড়মুড় করে ঢুকে পড়ে।অফিসের মধ্যেই দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। গৌরব প্রসাদ নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি।
আরও পড়ুন: Job Seekers Agitation: আমরণ অনশনে অনড় আন্দোলনকারীরা, রাতেও রাজপথে চাকরিপ্রার্থীরা