Abhishek Banerjee : "সিপিএম-কংগ্রেসের চেয়ে নোটা অনেক ভাল", কটাক্ষ অভিষেকের
অধীর চৌধুরীর পাল্টা প্রশ্ন, "২০ শতাংশ ভোট কংগ্রেসের, তৃণমূলের কত ?"
কলকাতা : খড়দার জনসভা থেকে বিজেপির পাশাপাশি সিপিএম-কংগ্রেসকেও নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বলেন, কংগ্রেস-সিপিএম এখন শূন্য, আপনি কাদের ভোট দিচ্ছেন ? সিপিএম-কংগ্রেসের চেয়ে নোটা অনেক ভাল। এপ্রসঙ্গে পাল্টা অধীর চৌধুরীর প্রশ্ন, "২০ শতাংশ ভোট কংগ্রেসের, তৃণমূলের কত ?"
অভিষেক আজ কটাক্ষ করেছেন বিধানসভা ভোটের আগে তৈরি হওয়া বাম-কংগ্রেস-আইএসএফ জোটকেও। বলেন, "কংগ্রেস কখনও সিপিএমের সঙ্গে জোট করেছে, কখনও আইএসএফের সঙ্গে জোট করেছে। ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে কংগ্রেস। এদিকে ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে তৃণমূল।" একই সুরে গোসাবার মঞ্চ থেকেও বাম-কংগ্রেসকে একযোগে তোপ দাগেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, "কংগ্রেস বিজেপির কাছে শুধু হারছে। কংগ্রেস-বামকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট। কংগ্রেস আর তৃণমূলের পার্থক্য হল, কংগ্রেস ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে। আর তৃণমূল ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে।"
তিনি আরও বলেন,
- গত ৬ মাসে বিজেপির একটাও নেতাকে রাস্তায় দেখেছেন ?
- এত সহজে বিশ্বাসঘাতকদের দলে ফিরতে দেব না
- ৩০ তারিখ ৪-০ ফলে জিতবে তৃণমূল, তারপর গোয়া, ত্রিপুরায় জিতবে
- দেশে ডিজেল ১০০ টাকা পার, গ্যাসের দাম ১০০০ টাকা, কোথায় বাস করছি আমরা?
- দেশে কি কালোটাকা ফেরত এসেছে ?
- একের পর এক জনবিরোধী সিদ্ধান্তে লাটে উঠেছে দেশের অর্থনীতি
- কংগ্রেস-সিপিএম এখন শূন্য, আপনি কাদের ভোট দিচ্ছেন?
- সিপিএম-কংগ্রেসের চেয়ে নোটা অনেক ভাল
- নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের সুবিধে করে দিতে আট দফায় ভোট করেছে’
- বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে চেয়েছিল বিজেপি
- বাংলায় ১ দফায় নির্বাচন করলে করোনার বাড়বাড়ন্ত আটকানো যেত
- মানুষের হয়ে কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন তৃণমূল প্রার্থী
- বহিরাগতদের উপদ্রবেই করোনার বাড়বাড়ন্ত
- আগামী ৩ মাসের মধ্যে ৫টি রাজ্যে বিজেপিকে হারাবে তৃণমূল
- বিজেপিকে সরিয়ে তৃণমূল ওই রাজ্যগুলিতে ক্ষমতা দখল করবে
- এটা খড়দার নির্বাচন নয়, ভারতকে রক্ষা করার নির্বাচন’
- বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে