Panihati: '২ লক্ষের জায়গায় ১০ লক্ষ জন সমাগম, গরমেই মৃত্যু', পানিহাটির দই-চিঁড়ের মেলার ঘটনায় দাবি তৃণমূল নেতাদের
Panihati Doi Chire Mela: রবিবারে এই পুণ্যের টানেই জড়ো হতে শুরু করেছিলেন পুণ্যার্থীরা। বিপদ ঘনাল সেখানেই।
সমীরণ পাল এবং শিবু পাল, পানিহাটি: শ্রীচৈতন্য স্মৃতি বিজড়িত পানিহাটির (Panihati) মহোৎসবতলা ঘাটে প্রায় পাঁচশো বছর আগে শুরু হয়েছিল এক মেলার (Mela)। কালে কালে তা জনপ্রিয় হয়ে ওঠে। শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পদধূলি মাখা এই স্থানে আজও লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসে। রবিবারে এই পুণ্যের টানেই জড়ো হতে শুরু করেছিলেন পুণ্যার্থীরা। বিপদ ঘনাল সেখানেই। রোদের কড়া তেজ, প্রবল গরম, এরপর জনসমাগম হতেই পদপিষ্টের ঘটনা ঘটতে শুরু করে। অসুস্থ হয়ে পড়েন একাধিক।
উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় এরপর চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ভিড়ের চাপে পদপিষ্ট, ৪ জনের মৃত্যু হয়েছে । অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন পুণ্যার্থী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেয় প্রশাসন। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনা হয়।
এদিকে এই ঘটনার পর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন পুণ্যার্থীরা। তাঁদের অভিযোগ, মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ছিল না। ছিল না অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও, অভিযোগ পুণ্যার্থীদের। যদিও এই তথ্য মানতে নারাজ পুরসভা থেকে মেলা কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ছিল। এছাড়াও স্যালাইন- ওআরএস দেওয়া হচ্ছে ১২টি ক্যাম্পে। এই সব ব্যবস্থাই আগে করা হয়েছিল বলে দাবি পুরসভার তরফে।
আরও পড়ুন, 'পাস করালে দিদি চাকরি দিতে পারবে না, তাই উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে', শিলিগুড়ির স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ
অন্যদিকে, পানিহাটির দই-চিঁড়ে মেলায় প্রবল ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি বলেন, ২ লক্ষের জায়গায় ১০ লক্ষ জন সমাগম হয়েছিল। আমরা তো কাউকে বলতে পারিনা যে এসো না। তারপর আজ প্রায় ৪৫ ডিগ্রি গরম। হিট স্ট্রোক হয়েই মৃত্যু হয়েছে। প্রশাসন যথাসম্ভব চেষ্টা করছে সুস্থ মতো সকলকে বের করে আনার। মুখ্যমন্ত্রী ঘণ্টায় ঘণ্টায় তদারকি করছেন।"
প্রসঙ্গত, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোত্সবে গরম ও আর্দ্রতাজনিত কারণে অসুস্থ পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে। এই খবরে আমি মর্মাহত। পুলিশ কমিশনার ও জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। সবরকম সহযোগিতা করা হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও পুণ্যার্থীদের প্রতি সহমর্মিতা। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।