North 24 Parganas:'হুল ফোটাবেন না, পাল্টা হুল সহ্য করতে পারবেন না', হুঁশিয়ারি দিয়ে বিতর্কে খাদ্যমন্ত্রী
Rathin Ghosh Allegedly Gives Threat:যাঁরা হুল ফোটাতে আসছেন, তাঁদের বলি হুল ফোটাবেন না। পাল্টা হুলটা আর সহ্য করতে পারবেন না', এই ভাষাতেই হুঁশিয়ারির অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে এবার খাদ্যমন্ত্রীর (food minister) মুখে হুল-হুঁশিয়ারি। 'যাঁরা হুল ফোটাতে আসছেন, তাঁদের বলি হুল ফোটাবেন না। পাল্টা হুলটা আর সহ্য করতে পারবেন না', মধ্যমগ্রামের কলুপাড়ায় সিপিএমের পাল্টা সভায় এভাবেই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক (TMC MLA) ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) বিরুদ্ধে।
কী বললেন বিধায়ক?
'কেউ যদি ভেবে থাকেন, তৃণমূল কংগ্রেস হাতে চুড়ি পরে আছে, ভুল করছে। মূর্খের স্বর্গে আছে', স্পষ্ট বার্তা রথীনের। এর পরই জানান, হুল ফোটানোর চেষ্টা করলে পাল্টা হুল নিতে পারবেন না অনেকেই। রাজ্যের মন্ত্রী তথা শাসকদলের নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের কথায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ খানের বক্তব্য, তৃণমূলের লুঠের রাজনীতির প্রতিবাদ করায় তাদের উপর আগেই হামলা চলেছে। মানুষ ভোটের ফলাফলে এর জবাব দেবেন, দাবি তাঁদের। প্রসঙ্গত, গত শুক্রবার মধ্যমগ্রামের কলুপাড়ায় পথসভার মঞ্চ ভাঙা ও সিপিএম কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বাদু রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। গতকাল তারই পাল্টা সভা করেন খাদ্যমন্ত্রী। সেখানে বিতর্ক। এর আগেও একাধিকবার এই ধরনের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে।
বিতর্ক আগেও...
ডিসেম্বরেই 'কোদাল কাস্তে' মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বলেছিলেন, '৯০ মিনিট খেলতে হবে না। একেবারে গোলহীন খেলা হবে। ...খেলতে তো দুদিকে লোক লাগবে। কিন্তু বুথে তো এজেন্টই দিতে পারবে না।' তাঁর প্রশ্ন, 'আমরা কী করব? উল্টো দিকে প্রার্থী নেই তো। আপনারা যদি দেখেন, ভোটার স্লিপে শুধু তৃণমূল ও নোটা ছাড়া অন্য় কোনও প্রার্থী নেই, তখন কোনও বিকল্প থাকবে না।' তার আগে আবার অস্ত্র প্রশিক্ষণের 'বিধান' শোনা গিয়েছিল তাঁর মুখে। বলেছিলেন, 'আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়। আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে। কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা'। তাতে অবশ্য কড়া ভাষায় দলীয় সতীর্থের সমালোচনা করেন ফিরহাদ হাকিম। বলেন, ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!’
গত কাল খাদ্যমন্ত্রীর মন্তব্যের পর অবশ্য় রাজনৈতিক মহলের বক্তব্য, শাসক শিবিরের একাংশ রয়েছে নিজেদের মতোই।
আরও পড়ুন:DA ধর্নায় অসুস্থ ২ অনশনকারী, নেওয়া হল হাসপাতালে