North 24 Pargana News : দেনায় ডুবে স্ত্রীর কিডনি খোয়াতে হল যুবককে! ভয়ঙ্কর অভিযোগ সুদের কারবারির বিরুদ্ধে
North 24 Pargana Kidney Selling : উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত শীতল ঘোষ নামে এক সুদের কারবারিকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : সংসার চালাতে টাকা ধার করাই হয়েছিল কাল। দেনায় ডুবে শেষে কিনা স্ত্রীর কিডনি খোয়াতে হল যুবককে! শুধু তাই নয়, কিডনি বিক্রির পরও, বাকি টাকা শোধের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শীতল ঘোষ নামে এক সুদের কারবারিকে।
ঘটনাটি কী
ধৃতের বিরুদ্ধে মানব অঙ্গ পাচারের একাধিক ধারায় মামলা করেছে অশোকনগর থানা। রবিবার তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত। সূত্রের খবর, ভৈরবতলার সুদের কারবারি শীতল ঘোষের কাছ থেকে, চড়া সুদে, ৬০ হাজার টাকা ধার করেছিলেন ওই যুবক। প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা সুদ দেওয়া হলেও, আসল ৬০ হাজার টাকা ফেরত দিতে পারেননি।
অভিযোগ, টাকা ফেরত পেতে, কিডনি বিক্রির প্রস্তাব দেন শীতল। অশোকনগরের এক মহিলার সঙ্গে পরিচয়ও করিয়ে দেন তিনি। কিন্তু কিডনি বিক্রি করেও দেনার দায় থেকে মুক্তি মেলেনি। বরং আরও বড় চক্রে জড়িয়ে পড়েন স্বামী - স্ত্রী । অথৈ জলে পড়ে যায় পরিবারটি।
টাকা পেয়েও বাড়তি চাপ
পরিবার সূত্রে খবর, ৫ লক্ষ ৫০ হাজার টাকায় কিডনি বিক্রির রফা হয় দুই পক্ষের। কলকাতার এক বেসরকারি হাসপাতালে, ভর্তি করা হয় ওই যুবকের স্ত্রীকে। সেখানেই হয় কিডনি হস্তান্তর। কিন্তু ৬০ হাজার টাকার পরিবর্তে ২ লক্ষের বেশি টাকা দাবি করেন সুদের কারবারি। এরপরই, শীতলের বিরুদ্ধে, অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। কিন্তু কীভাবে কিডনি বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন শীতল ঘোষ? তবে কি সুদের কারবারের আড়ালে কিডনি বিক্রির চক্রের সঙ্গেও যুক্ত তিনি? কতদূর ছড়িয়ে এর জাল? আর কারা জড়িয়ে এর সঙ্গে? সব প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া অশোকনগর থানা।
আরও পড়ুন:






















