![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
North 24 Parganas News : আমডাঙায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় উত্তরপ্রদেশ যোগ ! গ্রেফতার ৮
Dacoity : হাত-পা বেঁধে সিভিক ভলান্টিয়ারদের বাগানে ফেলে রেখে দোকানে লুঠপাট চালানো হয়। দোকান মালিকের দাবি, ১০ লক্ষের বেশি টাকার সোনার গয়না লুঠ করে দুষ্কৃতীরা চম্পট দেয়।
![North 24 Parganas News : আমডাঙায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় উত্তরপ্রদেশ যোগ ! গ্রেফতার ৮ North 24 Parganas Amdanga Robbery at Gold Shop Uttar Pradesh Link Found several arrested North 24 Parganas News : আমডাঙায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় উত্তরপ্রদেশ যোগ ! গ্রেফতার ৮](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/7d0dc79a15dd42a60b95a417eda19f9a169953625221952_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আমডাঙায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় উত্তরপ্রদেশ যোগ। নদিয়ার (Nadia) কল্যাণী থেকে উত্তরপ্রদেশের বদায়ুঁর বাসিন্দা ৮ দুষকৃতীকে গ্রেফতার করল পুলিশ (Police)। ১৭ অক্টোবর আমডাঙার দারিয়াপুরে একটি সোনার দোকানে ডাকাতি হয়। ১০ লক্ষের বেশি টাকার গয়না লুঠ হয় বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনার আমডাঙায় সোনার দোকানে ডাকাতির কিনারা। দারিয়াপুরে ডাকাতির ঘটনায় মিলল উত্তরপ্রদেশ যোগ (UttarPradesh Connection)। পুলিশের জালে উত্তরপ্রদেশের বদায়ুর বাসিন্দা ৮ দুষ্কৃতী। গত, ১৭ অক্টোবর আমডাঙার দারিয়াপুরে কর্তব্যরত ২ সিভিক ভলান্টিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে বেধড়ক মারধর করে সোনার দোকানে ডাকাতি করে ৭-১০ জনের দুষ্কৃতী দল।
হাত-পা বেঁধে সিভিক ভলান্টিয়ারদের বাগানে ফেলে রেখে দোকানে লুঠপাট চালানো হয়। দোকান মালিকের দাবি, ১০ লক্ষের বেশি টাকার সোনার গয়না লুঠ করে দুষ্কৃতীরা চম্পট দেয়। বিশেষ তদন্তকারী দল (Special Investigating Team) গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়। কল্যাণীতে একটি বাড়িতে আশ্রয় নিয়েছে দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তবে লুঠ হওয়া গয়না এখনও উদ্ধার হয়নি।
বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, 'এই টিমটাকে আমরা ট্রাক করতে পারছিলাম না। স্পেশাল টিম তৈরি করেছিলাম। যার নেতৃত্ব দিচ্ছিলেন অ্য়াডিশনাল পুলিশ সুপার জোনাল। কালকে কিনারা করতে পেরেছি। ৮ জনকে গ্রেফতার করেছি। উত্তরপ্রদেশের বদায়ুঁ থেকে এসেছে। এরা যেখানে ক্রাইম করবে সেখানে কাছাকাছি কোনও জায়গায় একটা বাড়ি ভাড়া নেয় যেখানে ক্রাইম করবে সেখানে রেইকি করে নিয়ে ক্রাইম করে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)