North 24 Parganas : বারাসাত কলেজে ইউনিয়ন রুমে মদের আসর! দেখে ফেলায় টিএমসিপি-র সদস্যদের প্রাক্তন নেতাকে মারধরের অভিযোগ
Barasat College : ঘটনার বৃত্তান্ত ফেসবুকে লেখার পর তাঁরে ফোন করে গালিগালাজ, হুমকিও দেওয়া হয় বলে প্রাক্তন ছাত্রনেতার অভিযোগ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বারাসাত কলেজে (Barasat College) ইউনিয়ন রুমে মদের আসর! দেখে ফেলায় প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে মারধরের অভিযোগ। তাঁর চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টারও গুরুতর অভিযোগ। অভিযুক্ত টিএমসিপির সদস্যরাই। বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত ছাত্রনেতা সোশাল মিডিয়ায় ঘটনার কথা জানানোয় হুমকির অভিযোগও উঠেছে।অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ঠিক কী ঘটেছে
ভাইফোঁটার দিনে গভীর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বারাসাত কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন নবকিশোর মণ্ডল। ২০১৭ সালে বারাসাত কলেজের পাস আউট তথা কলেজেরই প্রাক্তন গেম সেক্রেটারি তথা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট তিনি। তাঁর অভিযোগ, বারাসাত কলেজের ইউনিয়ন রুমে টিএমসিপি-র বেশ কিছু নেতা বহিরাগতদের নিয়ে মদ্যপান করছিল।
সেই ঘটনা দেখে ফেলায় অভিযুক্তদের সন্দেহ হয় যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা গোটা ঘটনা ভিডিওবন্দি করে রাখছে। সেই সন্দেহেই তাঁর ওপর অভিযুক্তরা তাঁর ওপর চড়াও হয় বলেও অভিযোগ। তাঁকে মারধর করা হয়। এমনকি চোখ ক্ষতিগ্রস্থ করার চেষ্টাও চালানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনা জানিয়ে ভাইফোঁটার পরের দিন ওই প্রাক্তন ছাত্রনেতা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যে ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
সোশাল মিডিয়ায় পোস্টের পরও হুমকি
পুলিশ কাউকে গ্রেফতার না করায় ঘটনার কয়েকদিন পর ওই প্রাক্তন ছাত্রনেতা গোটা ঘটনা ফেসবুকে লেখেন জানান। বারাসাত কলেজের ইউনিয়নের রুমে মদের আসরের ঘটনার বৃত্তান্ত ফেসবুকে লেখার পর তাঁরে ফোন করে গালিগালাজ, হুমকিও দেওয়া হয় বলে প্রাক্তন ছাত্রনেতার অভিযোগ। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, কার্যত জোর করে চাপ দিয়ে সোশাল মিডিয়া থেকে তাঁর পোস্ট তুলে নিতে বাধ্য করা হয়। যদিও গোটা ঘটনা ভিত্তিহীন বলেই জানিয়েছে পুলিশ।
কিছুদিন আগে পাটুলিতে (Patuli News) ফের দুষ্কৃতীদের তাণ্ডব ঘটেছিল। বাড়ির সামনে মদ্যপান করায় প্রতিবাদ জানিয়েছিলেন এক দম্পতি। তাতে ওই দম্পতিকেই মারধর করা হল বলে অভিযোগ ওঠে। মারধরের জেরে চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন গৃহকর্তা। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয় সেই নিয়ে। রাতে একটি বাড়ির সামনে তিন যুবক মোটর সাইকেল দাঁড় করিয়ে মদ্যপান করছিলেন বলে অভিযোগ। শুধু মদ্যপানই নয়, ওই বাড়ির সিঁড়িতে তাঁরা কাচের বোতলও আছাড় মেরে ভাঙেন বলে অভিযোগ সামনে আসে।
আরও পড়ুন- রক্ষকই ভক্ষক, অপহরণ করে টাকা লুঠের অভিযোগে গ্রেফতার পুলিশ!